‘আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল’
থেমে গেছে বর্ণিল এক চরিত্রের পথচলা। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু বিশ্বাস হচ্ছে না অনেকেরই। রশিদ খানের তো পুরো রাত নির্ঘুম কেটেছে, শনিবার সকালেও ওয়ার্নের চলে যাওয়ার খবর বিশ্বাস করতে পারছিলেন না। নিজের আদর্শ, অনুপ্রেরণার মানুষটির এমন প্রস্থানে মর্মাহত আফগানিস্তানের তারকা এই লেগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ইনিংসের মাঝে ওয়ার্নকে নিয়ে অনেক কথা বলেন রশিদ। তার সেই স্মৃতিচারণা হুবুহু তুলে ধরা হলো-
'নিশ্চিতভাবে এটা এমন এক সত্য, যেটা মেনে নেওয়া কঠিন। শুধু আমি নই, গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। খুব দ্রুত তিনি পৃথিবীর মায়া ছেড়ে দিলেন। ক্রিকেটার হিসেবে মানতে খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে আপনি যদি লেগ স্পিনার হয়ে থাকেন, শেন ওয়ার্ন অবশ্যই আপনার জন্য অনুপ্রেরণার। শব্দ দিয়ে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারব না। তার পরিবার, বন্ধবান্ধবদের জন্য সমবেদনা। সৃষ্টিকর্তা এই শোক বহন করার শক্তি দান করুক।
এটা প্রমাণ করে যে, জীবন কতোটা অনিশ্চিত। আপনি কখনোই জানবেন না কখন আপনার সময় চলে আসবে। আপনার সময় এলে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। আমি মনে করি, নিজেদের প্রত্যেকের আজকের অবস্থানের জন্য আমাদের খুশি থাকা উচিত। নিশ্চিতভাবেই এটা ক্রিকেটের ক্ষতি। ক্রিকেটারদের জন্যও এটা বিরাট ক্ষতি।
আমার জন্য বিশাল সম্মানের বিষয় যে এমসিজিতে আমি তার সঙ্গে বোলিং করেছি। আমরা সেদিন আমার লেগ স্পিন নিয়ে কথা বলেছি। আমি লম্বা ফরম্যাটে কীভাবে বল করব, তা নিয়ে ওয়ার্নের সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব ছিলাম। উনি সব সময়ই আমাকে সাহায্য করার জন্য রাজি ছিলেন। যখনই বিগ ব্যাশে খেলতে যেতাম, তার সঙ্গে কথা বলেছি। এ বছরও আমি লম্বা ফরম্যাটে বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি।
এই খবরটা সত্যিই অবিশ্বাস্য। আমার এখনও ওই স্মৃতিগুলো মনে পড়ে। যখনই তার চলে যাওয়ার খবরটা শুনলাম, আমার সেই এমসিজির দিনের কথা মনে এসেছে, কতোটা ভালো এবং বন্ধুসুলভভাবে তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন! তিনি তার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে চেয়েছেন। এটা ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি।
আজ ম্যাচের জন্য তৈরি হওয়াটা খুব কঠিন ছিল। আমি বুঝতে পারছিলাম না কীভাবে নিজের খেলাটা খেলব। পুরো রাত তিনি আমার মাথায় ছিলেন। এমনকি আমি সকালে উঠেও বিশ্বাস করতে পারছিলাম না। কয়েকবার ফোন চেক করেছি যে কাল সত্যিই কি এমন কিছু হয়েছিল! কিন্তু এটাই জীবন। আপনি কখনই জানবেন না আপনার সময় কখন শেষ হবে। কিন্তু মেনে নিতেই হবে। তবে ওয়ার্নের চলে যাওয়াটা খুব দ্রুত। উনার থেকে আরও অনেক শেখার ছিল। তরুণদের, বিশেষ করে আমার।'