‘সাকিব ভাই সব সময় এক্স ফ্যাক্টর, অনেক মিস করব’
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রথম গ্রুপ ঢাকা ছাড়বে। বাংলাদেশের এই সফরে নেই সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মনসিক ও শারীরিক অবস্থায় নেই বলে সফরটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে দল তাকে প্রচন্ড মিস করবে বলে জানালেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ দলের অন্যতম সেরা শক্তি সাকিব। তার না থাকা মানে শক্তিতে টান পড়া। দক্ষিণ আফ্রিকা সফরে উড়াল দেওয়ার আগে সেটা মনে করিয়ে দিলেন তাসকিন। বাংলাদেশের ডানহাতি এই পেসারের মতে, সাকিব সব সময়ই দলের জন্য এক্স ফ্যাক্টর। দল তাকে অনেক মিস করবে।
শুক্রবার রাত ১১টায় দ্বিতীয় গ্রুপের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন তাসকিন। সফরে যাওয়ার আগের দিনও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে সময় ব্যয় করেছেন তিনি। সেন্টার উইকেটে বোলিং করেছেন ৯ ওভার, পরে জিম করেন অনেকটা সময়।
অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। অনেক বিষয়ের সঙ্গে উঠে আসে সাকিবের অনুপস্থিতির ব্যাপারটিও। অগ্রজকে সফরে না পেয়ে তাসকিন বলছেন, 'অনেক মিস করব। সাকিব ভাই তো সব সময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যে কোনো দলের জন্য ভালো হয়। কিন্তু যদি না খেলে থাকে তাহলে, আমরা অনেক মিস করব।'
আগের দিন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, এবার জিততে যাচ্ছেন তারা। তাসকিনও একই সুরে কথা বললেন। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে জেতার অভিজ্ঞতা থাকায় এবার প্রোটিয়াদের মাটিতেও বিজয় কেতন ওড়াতে চান তারা। তবে দক্ষিণ আফ্রিকায় যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটাও মনে রাখছেন তিনি।
তাসকিন বলেন, 'চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখানে টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জিতেছি, যেহেতু কঠিন কিছু ম্যাচ জিতেছি, এসব আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমার বিশ্বাস, যদি সেটা খেলাটা খেলতে পারি, তাহলে দক্ষিণ আফ্রিকাতেও জেতা সম্ভব।'