দুর্বার ব্যাটিংয়ে সব ভুলিয়ে দিলেন সাকিব
কদিন আগেও নিশ্চিত ছিল না সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার বিষয়টি। বারবার বাঁক বদলেছে ঘটনার। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই জানিয়ে সফরে না যেতে চাওয়ায় কম সমালোচনা হজম করতে হয়নি সাকিবকে। নানা নাটকীয়তার পর দক্ষিণ আফ্রিকায় গেছেন তিনি, আর প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন তার যাওয়া না যাওয়া নিয়ে কেন এতো আলোচনা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে যে সাকিবের দেখা মিললো, ব্যাট হাতে এমন সাকিবকে দেখার অপেক্ষাতেই থাকে বাংলাদেশ। সমালোচনার পাহাড় গুঁড়িয়ে ধুন্ধুমার ব্যাটিং করে গেলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম, লিটনরা ধীর-স্থির মেজাজে রান করলেও সাকিবের ব্যাটে উঠেছিল ঝড়।
শুরু থেকে ইনিংসের শেষ পর্যন্ত সাকিব ছিলেন দুর্বার, দূরন্ত। তার সামনে প্রোটিয়া কোনো বোলারই সুবিধা করতে পারছিলেন না। বাঁহাতি এই ব্যাটসম্যান ঝড়ের গতিতে সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন। যদিও তিন অঙ্কের বেশ দূরে থাকতেই থামতে হয় সাকিবকে।
অসাধারণ সব শটে দলের স্কোরকার্ডে রান যোগ করা সাকিব ৬৪ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে আউট হন। এদিন সব ধরনের শটেই সফল হওয়া বাংলাদেশ অলরাউন্ডার লুঙ্গি এনগিডির একটি ফুল টসে স্টাম্পের পেছনে খেলতে গিয়ে বোল্ড হন।
তার এই ৭৭ রানের ইনিংসটি যেন অনেক কিছুরই জবাব দিয়ে দিল। সমালোচনা এক পাশে সরিয়ে রেখে তিনি যে ক্রিকেটে মন বসাতে পারেন, আগের মতো আবারও তা করে দেখালেন বাংলাদেশ প্রাণভোমরা। পাশাপাশি ওয়ানডেতে খারাপ সময়কেও যেন ছুটি পাঠালেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে ৬০ রান করা বাংলাদেশ অলরাউন্ডার এক ম্যাচেই এর চেয়ে বেশি রান করলেন।