তাসকিনকে চায় আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট
আগামী ২৬ মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ারে লিগের (আইপিএল) এবারের আসর। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এমন সময়ে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারকে চায় আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
শেষ বেলায় লক্ষ্ণৌর তাসকিনকে দলে চাওয়ার কারণ মার্ক উডের অনুপস্থিতি। আসর শুরুর আগেই ইংল্যান্ডের পেসারকে হারিয়েছে লক্ষ্ণৌ। তার জায়গায় একজন পেসারকে দলে ভোড়ানোর চেষ্টায় তারা। এই জায়গায় তাসকিনকে পছন্দ আইপিএলের দলটির। ইতোমধ্যে তারা তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় থাকা ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর তাসকিনকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'এ ব্যাপারে আমরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আলোচনা করে নিদ্ধান্ত নেওয়া হবে।'
পুরো মৌসুমের জন্যই তাসকিনকে দলে চায় লক্ষ্ণৌ। খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হলে ওয়ানডে সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দিতে হবে তাসকিনকে। বাংলাদেশ পেসার জানালেন, খেলতে ইচ্ছুক তিনি। আপাতত বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় তিনি, 'প্রস্তাব এসেছে খেলার, খেলার সুযোগ পেলে খেলব। কিন্তু এটা নির্ভর করছে ক্রিকেট বোর্ডের উপর। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই।'
তবে টেস্ট দলে থাকায় শুরু থেকে তাসকিনের আইপিএলে না খেলার সম্ভাবনাই বেশি। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, তাদের কাছে জাতীয় দলের হয়ে খেলার গুরুত্বই সবচেয়ে বেশি। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আইপিএল খেলতে তাসকিনকে অনাপত্তিপত্র দেওয়ার প্রশ্নে জালাল ইউনুস বলেন, 'তাসকিনের সাথে আইপিএলের দল লক্ষ্ণৌ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তারা জানতে চেয়েছে কবে থেকে তাসকিন ফ্রি আছে। যেহেতু সে টেস্ট দলেও আছে, সেক্ষেত্রে ১৫ এপ্রিলের আগে তো তার খেলার সম্ভবনা নেই। সে জাতীয় দলে খেলছে, আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিইনি।'
দারুণ ছন্দে থাকা তাসকিনই বছর দুয়েক আগে হারিয়ে যেতে বসেছিলেন, কোথাও ছিল না তার নাম। একটা সময়ে তার মনে হয়, নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পরপরই মিশনে নেমে পড়েন তাসকিন। ফিটনেস নিয়ে কঠিন খাটুনি খেটে নিজেকে দেন নতুন রূপ। বল হাতেও দেখা মেলে অন্য এক তাসকিনের, যেন তারই দ্বিতীয় 'ভার্সন'।
২০২১ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট সিরিজে তিনি বুঝিয়েছেন নিজেকে কতোটা বদলেছেন। সাড়ে তিন বছর পর টেস্টে সুযোগ পেয়ে ক্যান্ডির নিষ্প্রাণ উইকেটেও আগুনে বোলিং করেন তাসকিন। এরপর তার নতুন পথচলা শুরু। নিয়মিত টেস্ট এবং ওয়ানডে খেলে আসছেন, ডাক মেলে টি-টোয়েন্টিতেও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রধম ওয়ানডেতে বল হাতে দুর্বার ছিলেন তাসকিন। ৩৮ রানের জয়ের ম্যাচে ১০ ওভারে এক মেডেনসহ ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এমন পারফরম্যান্সে মুগ্ধ লক্ষ্ণৌ তার দিকে হাত বাড়িয়েছে। বিসিবি খেলার অনুমতি দিলে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএল খেলবেন তাসকিন।