“এই ডেলিভারির কথাই কি বলছিলেন?” নিজের বাউন্সারের ভিডিওতে ভিভ রিচার্ডসের উদ্দেশে ওয়াসিম আকরাম
কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তার ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সবচেয়ে দ্রুতগতির বল কোনটি? জবাবে তিনি বলেছিলেন, ১৯৮৮ সালে হোবার্টের এক ওয়ানডেতে ওয়াসিম আকরামের করা এক বাউন্সার।
সাক্ষাৎকারে রিচার্ডস আরও বলেন, আশির দশকের মাঝামাঝি সময়ে যখন আবির্ভাব হয় ওয়াসিম আকরামের, তখন তার গতি ও তীক্ষ্ণতার সামনে দাঁড়াতে ভয় পেত ব্যাটসম্যানরা।
"বাউন্সারটির এত দ্রুতগতির ছিল, আমার মনে হয় উপরওয়ালা আমাকে দেখে রাখছিল দেখে বেঁচে গেছি। তখনও আমার মাথায় কিছু চুল ছিল। আমার ক্যারিয়ার তখন শেষের দিকে। আর ওয়াসিমের মাত্র শুরু হচ্ছে। আমার শেষকালে সে শুরু করছে, এটা ভেবেই ভালো লাগছিল আমি," বলেন ভিভ রিচার্ডস।
উইন্ডিজ কিংবদন্তির এই প্রশংসার জবাব দিয়েছেন ওয়াসিম। সাবেক পাকিস্তান তারকা এক টুইট বার্তায় আরেকটি ভিডিও টুইট শেয়ার দিয়েছেন, যেখানে রিচার্ডসকে করা আকরামের একটি বাউন্সারের ভিডিও পোস্ট করা হয়েছে এবং দাবি করা হয়েছে এই ডেলিভারির কথাই বলছিলেন সাবেক উইন্ডিজ অধিনায়ক।
আকরাম তার টুইট বার্তায় লিখেছেন, "এই ডেলিভারির কথাই কি বলছিলেন? যেটার কথাই বলুন না কেন, জেনে রাখুন, আপনি সবসময়ই সবার সেরা ছিলেন, এবং থাকবেন।"
ভিভ রিচার্ডস সেই টুইটের জবাবে এখনও কিছু বলেননি। তাই ঠিক করে বলা যাচ্ছে না, আসলেও এই ডেলিভারির কথাই বলছিলেন কি না তিনি। ক্রিকইনফোর সেই সাক্ষাৎকারে রিচার্ডস আরও বলেছিলেন, এখনও ওয়াসিমের সেই ডেলিভারির কথা ভেবে দুঃস্বপ্ন দেখেন তিনি।