টেস্টের দ্বিতীয় ইনিংসে অভিষেকের বিরল ঘটনা
করোনাভাইরাসের প্রকোপে খেলাধুলার অনেক নিয়মেই পরিবর্তন আনা হয়েছে। ক্রিকেটের অনেক নিয়মে এসেচে নতুনত্ব। এমনই এক বদলে যাওয়া নিয়মের কারণে ক্রিকেট দুনিয়া সাক্ষী হলো অদ্ভুত এক ঘটনার। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো দ্বিতীয় ইনিংসে কোনো ক্রিকেটারের অভিষেক হলো। সেটাও এক জনের নয়, এক সঙ্গে দুজনের।
করোনাভাইরাসের প্রকোপের কারণে টেস্ট ক্রিকেট এমন ঘটনার সাক্ষী হলো। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের দুই ক্রিকেটার সারেল আরভিয়া ও ভিয়ান মুল্ডার করোনায় পজিটিভ হন। তাদের বদলি হিসেবে মাঠে নামানো হয় খায়া জোন্ডো এবং গ্লেন্টন স্টুরম্যানকে।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোভিডের কারণে বদলি খেলোয়াড় নামানোর ঘটনা দেখা গেল। এতে রেকর্ড বইয়ে নাম উঠে গেল জোন্ডো ও স্টুরম্যানের। টেস্ট ইতিহাসের প্রথম ঘটনা হিসেবে দ্বিতীয় ইনিংসে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার এই দুই ক্রিকেটারের।
দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করা হচ্ছিল না খায়া জোন্ডোর। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও অভিষেকের আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। কারণ টেস্ট শুরু হয়ে যাওয়ার পর কেউ নিশ্চয়ই একাদশে সুযোগ পাওয়ার আশা করেন না। কিন্তু চুতর্থ দিনে এসে স্বপ্নের ডাক মিলে গেল তার, হয়ে গেল টেস্ট অভিষেক।
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে করোনা উপসর্গ দেখা দিলে সারেল আরভিয়া এবং ভিয়ান মুল্ডারের করোনা পরীক্ষা করানো হয়। তাদের ফলাফল পজিটিভ আসে। করোনাকালীন নিয়মে তাদের বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান জোন্ডো এবং স্টুরম্যান। করোনাভাইরাস প্রকোপের কারণে আইসিসি নিয়ম করে, ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তার বদলি নামানো যাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে দুই বদলির ঘটনা দেখলো টেস্ট ক্রিকেট। আর দুটি ম্যাচেই বাংলাদেশের নাম জড়িয়ে। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারতের মধ্যকার পিঙ্ক বল টেস্টে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস এবং নাঈম হাসান। তাদের কনকাশন সাব হিসেবে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।