আইপিএল দেখতে ভারতে গিয়ে গ্রেপ্তার এক বাংলাদেশি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আগ্রহ নেই, এমন ক্রিকেটভক্ত খুঁজে পাওয়া দায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি চোখ থাকে ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টে। অনেকেরই ইচ্ছা থাকে মাঠে বসে আইপিএলের খেলা দেখার। এটাই করতে চেয়েছিলেন এক বাংলাদেশি। কিন্তু তার অভিজ্ঞতা ভালো হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার মতোই অপরাধ করেছেন নারায়ণগঞ্জে বাস করা মোহাম্মদ ইব্রাহিম নামের এই ক্রিকেটভক্ত। আইপিএলের খেলা দেখতে বেআইনিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। যাওয়ার সময়ই তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমেগুলো খবর প্রকাশ করেছে।
নারায়ণগঞ্জ থেকে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় ঢুকে পড়েন ইব্রাহিম। মুম্বাইয়ে চলা আইপিএলের খেলা দেখাই মূল লক্ষ্য ছিল ৩১ বছর বয়সী এই বাংলাদেশি ভক্তের।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এক সীমান্তরক্ষী বলেন, 'জেরা করার সময় ওই ব্যক্তি জানান, আইপিএলের ম্যাচ দেখতে মুম্বাই যেতে চেয়েছিলেন। এক দালালকে পাঁচ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পান হন তিনি।'
ইব্রাহিমকে ইতোমধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইপিএলের পঞ্চদশ আসরে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।