পাঞ্জাবের বিপক্ষে সাদামাটা মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে দাপুটে বোলিং করা বাংলাদেশের বাঁহাতি পেসার পরের দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও ছন্দময় বোলিং করেন। কিন্তু চতুর্থ ম্যাচের নিজের শেষ ওভারে তার ওপর দিয়ে ঝড় বইয়ে দেন কলকাতা নাইট রাইডার্সের দিনেশ কার্তিক।
ওই ওভারে ২৮ রানসহ ৪ ওভারে ৪৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। প্রথম ম্যাচের পর টানা তিন ম্যাচে উইকেটশূন্য। পঞ্চম ম্যাচে এসে উইকেট খরা কাটলেও চেনা মুস্তাফিজের দেখা মিললো না। বুধবার মুম্বাইতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান খরচায় একটি উইকেট নিয়েছেন তিনি।
মুস্তাফিজের স্বস্তি না মিললেও তার দল এদিন বল হাতে শাসন করেছে। অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, ললিত যাদবদের বোলিং তোপের মুখে মাত্র ১১৫ রানেই শেষ পাঞ্জাব কিংসের ইনিংস। এদিন সবচেয়ে বেশি ইকোনমিতে রান দিয়েছেন দিল্লির ডানহাতি পেসার শার্দুল ঠাকুর। ২ ওভারে তার খরচা ২০ রান। শার্দুলের পর সবচেয়ে বেশি ইকোনমিতে রান দিয়েছেন মুস্তাফিজ। বাকিদের কেউই ওভারপ্রতি ৬ রানের বেশি দেননি।
শুরুটা খরুচে ছিল মুস্তাফিজের। ইনিংসের পঞ্চম ওভারে তার হাতে বল তুলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই মায়াঙ্ক আগারওয়ালকে ফেরালেও ২টি চারে ১১ রান খরচা করেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে তার খরচা ৬ রান।
১৭তম ওভারে আবারও বোলিংয়ে ফেরেন মুস্তাফিজ। এই ওভারে চারটি ডটবল করলেও রান কমিয়ে রাখতে পারেননি তিনি। একটি ছক্কাসহ ৭ রান দেন বাংলাদেশ পেসার। শেষ ওভারটি সবচেয়ে ভালোভাবে শেষ করেন মুস্তাফিজ। ৫টি ডটবল করেন তিনি, বাকি বলে একটি চার হজম করতে হয়। এবারের আইপিএলে ৫ ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।