আইপিএলে মুস্তাফিজের অধিনায়ককে ম্যাচ ফির শতভাগ জরিমানা, কোচ নিষিদ্ধ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে তুলকালাম বাধিয়ে শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক ও কোচ। দিল্লির আরেক ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে।
ম্যাচের শেষ ওভারে নো বল বির্তকে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পন্ত, পেসার শার্দুল ঠাকুর ও সহকারী কোচ প্রবীণ আমরে। দিল্লির অধিনায়ক পন্তকে ম্যাচ ফির শতভাগ, শার্দুলকে ৫০ শতাংশ ও আমরেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইপিএল কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
টস হেরে প্রথমে ব্যাট করে ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলারের ১১৬ রানের সুবাদে রানের পাহাড় গড়ে রাজস্থান। ২০ ওভারে ২ উইকেটে ২২২ রান তোলে তারা। জবাবে ১৯ ওভার শেষে ৭ উইকেটে ১৮৭ রান তোলে দিল্লি। শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান দরকার পড়ে তাদের।
শেষ ওভারের প্রথম তিন বলেই তিনটি ছক্কা মারেন দিল্লির ক্যারিবীয় অলরাউন্ডার রভম্যান পাওয়েল। ফুল টস হওয়া তৃতীয় বলটি ছক্কা মারার পরই বিপত্তির শুরু হয়। ফুল টস বলটি কোমরের উপরে ছিলো বলে দাবি করে দিল্লি। কিন্তু লেগ আম্পায়ার নিতিন মেনন নো বল না দেওয়ায় ডাগ আউটে ক্ষিপ্ত হয়ে ওঠেন উঠেন পন্ত।
ব্যাটসম্যানদের মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন দিল্লির অধিনায়ক। তখন মাঠে প্রবেশ করেন সহকারী আমরে, তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর মাঠে গড়ায় ইনিংসে শেষ তিন বল। তিন বল থেকে আসে কেবল ২ রান। ৮ উইকেটে ২০৭ রান তুলে ১৫ রানে হার মানে দিল্লি।
ম্যাচ শেষে তৃতীয় আম্পায়ারের কাছে পুরো বিষয়টি তুলে ধরেন দুই অন ফিল্ড আম্পায়ার। তাদের রিপোর্টের ভিত্তিতে শরিবার পন্ত, শার্দুল ও আমরেকে শাস্তির আওতায় আনে আইপিএলের ডিসিপ্লিনারি কমিটি। নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।