আইপিএল থেকে মুস্তাফিজকে ডেকে পাঠাতে পারে বিসিবি
টেস্ট ক্রিকেটে খুব একটা মন নেই মুস্তাফিজুর রহমানের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই বেশি সাচ্ছন্দ্য বাংলাদেশের বাঁহাতি এই পেসারের। তিনি যে টেস্ট ক্রিকেট খেলতে চান না, গত কয়েক বছরে নানাভাবে সেটা বোঝা গেছে। এ কারণে বিসিবির টেস্টের চুক্তি থেকে নিজেকে সরিয়ে রাখেন মুস্তাফিজ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দরকার হলে তাকে আইপিএল থেকে ডেকে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার এমনই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সোনারগাঁও হোটেলে বিসিবির আয়োজিত ইফতার অনুষ্ঠান শেষে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলার মুস্তাফিজ সম্পর্কে তিনি জানান, দলের প্রয়োজন হলে আইপিএল থেকে ফিরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো হবে তাকে।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ। বিশ্বব্যাপী ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট এই আসরটি চলবে আগামী ২৯ মে পর্যন্ত। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুস্তাফিজকে দলে নেওয়া হলে মাঝপথেই তাকে দেশে ফিরে আসতে হবে।
২০১৫ সালে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ চার বছরে তার টেস্ট খেলার সংখ্যা চারটি। সাধারণত বাঁহাতি এই পেসারকে ছাড়াই দল গঠন করে থাকে বিসিবি। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের আগে কয়েকজন পেসারের চোটের কারণে আলোচনায় মুস্তাফিজের নাম।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরে আসতে হয় দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। কাঁধের চোট এখনও ভুগছেন তাসকিন, শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা নিশ্চিত নয়। উন্নত চিকিৎসার জন্য ডানহাতি এই পেসারকে পাঠানো হতে পারে লন্ডন। একটি অস্ত্রোপচার করাতে কদিন পর সিঙ্গাপুর যাবেন শরিফুল।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে চোট পেয়েছেন এবাদত হোসেন। তার ডান হাতের দুই আঙুলের মাঝে ফেটে গেছে, দিতে হয়েছে কয়েকটি সেলাইও। এমন অবস্থায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পেসার সঙ্কট পড়লে মুস্তাফিজকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেবে বিসিবি।
নাজমুল হাসান বলেন, 'আমরা খেলোয়াড়দের একটা ফরম পাঠিয়ে জানতে চেয়েছিলাম, কে কোন সংস্করণে খেলতে চায়। যারা যে সংস্করণ খেলতে চায়, তাদের সেভাবেই রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। সে কিন্তু বলনি, টেস্ট খেলতে চায়।'
মুস্তাফিজ কী বললেন না বললেন, তা যে বড় ব্যাপার নয়; সেটাও মনে করিয়ে দিলেন বিসিবি সভাপতি। তার ভাষায়, 'ও বলল কী বলল না, সেটা বড় ব্যাপার নয়। আমাদের যখন দরকার, তখন অবশ্যই ও খেলবে। কাজেই এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।' প্রয়োজনে ডাকা হবে কিনা, এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, 'অবশ্যই, অবশ্যই, অবশ্যই।'
দরকার পড়লে মুস্তাফিজকে দলে নেওয়া হবে। তাকে খেলানো হবে কিনা, তা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানান বিসিবি সভাপতি। নাজমুল হাসান বলেন, 'তাসকিন, শরিফুল, এবাদত টেস্টের জন্য আছে। এরা যদি থাকে, সেখানে মুস্তাফিজকেও যদি রাখি, দিন শেষে টিম ম্যানেজমেন্ট ওকে খেলাবে কিনা, আমরা জানি না। কিন্তু যখন দরকার হবে, অবশ্যই খেলবে। এটা কোনো ইস্যু নয়।'
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে লঙ্কানরা। ঢাকা পৌঁছে একদিনের বিরতির পর ১০ ও ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। পরদিন চট্টগ্রামে যাবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।