সাকিবকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল, নেই তাসকিন
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঘরের মাঠের এই সিরিজের প্রথম টেস্টের জন্য রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির আগের ঘোষণা অনুযায়ী সাকিব আল হাসানকে নিয়েই দল গড়া হয়েছে। বাংলাদেশের হয়ে সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেন তিনি। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দুটি টেস্ট সিরিজ খেললেও সেটার অংশ ছিলেন না সাকিব।
দক্ষিণ আফ্রিকা সফরে কাঁধের চোট নিয়ে দেশে ফেরা তাসকিন আহমেদকে দলে রাখা হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনায় বিসিবি। ফিটনেসের সাপেক্ষে দলে নেওয়া হয়েছে চোটে থাকা শরিফুল ইসলামকে। ফিটনেস ভালো থাকলে তাকে খেলানো হবে।
এ ছাড়া বাংলাদেশের সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও পেসার আবু জায়েদ রাহি। দ্বিতীয়বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান রাজা।
চার বছর পর টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ঢাকা পৌঁছে একদিনের বিরতির পর ১০ ও ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। পরদিন চট্টগ্রামে যাবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।