ঢাকায় আইসিসি চেয়ারম্যান
ঢাকা এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। দুই দিনের সফরে আজ রোববার দুপুর একটায় হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের আসার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
দুই দিনের বাংলাদেশ সফরে বার্কলে বেশ কিছু কার্যক্রমে অংশ নেবেন। সেই কার্যক্রমের শুরু হচ্ছে আজই। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন তিনি। ঘুরে দেখবেন পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের (২৩ মে) প্রথম সেশন মাঠে বসে দেখবেন আইসিসি চেয়ারম্যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা আছে বার্কলের। এ ছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সেখানকার ক্রিকেট অবকাঠামো পরিদর্শনে যেতে পারেন তিনি। সফর শেষে ২৪ মে সকালে কলকাতা যাবেন আইসিসি চেয়ারম্যান। বিসিবির পাঠানো বিবৃতিতে এমনই জানানো হয়েছে।
বার্কলের সফর সম্পর্কে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'দুই দিনের সফরে ঢাকা এসেছেন আইসিসি চেয়াররম্যান। তিনি আমাদের ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর আছে তার। ওখানে যাবেন তিনি, এ ছাড়া কিছু আলাপ-আলোচনা হবে।'
বার্কলের সৌজন্যে রোববার সন্ধ্যায় বিসিবি একটি ডিনার পার্টি আয়োজন করেছে। ২০২০ সালে আইসিসি চেয়ারম্যানের পদ থেকে শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়েন। এরপর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন। পরে দায়িত্ব পান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।