ঢাকায় গড়া ৬৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
'দ্য গেম চেঞ্জার'- একাই কেউ বড় কিছু করে ফেললে তাকে ডাকা হয় এই নামে। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার মিরপুর টেস্টে এমন মানুষটা কে? একজন নন, দুজন; মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। তারা যখন উইকেটে যান, বাংলাদেশ তখন দিকহারা। ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে ঘরের মাঠের দলটি তখন ধুঁকছে। এমন সময়ে উইকেটে গিয়ে রাজত্ব কায়েক করলেন মুশফিক-লিটন। দলকে দিলেন স্বস্তি, ভাঙলেন ৬৩ বছরের পুরনো বিশ্ব রেকর্ডও।
২৫ বা এর চেয়ে কম রানে ৫ উইকেট হারিয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়া জুটিটি ৬৩ বছর আগের। যে জুটির সাক্ষী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তখন ছিল ডাক্কা স্টেডিয়াম। ১৯৫৯ সালে এই স্টেডিয়ামে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
সেই ম্যাচে ২২ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে পাকিস্তানের ওয়ালিস মাথিয়াস ও সুজাউদ্দিন গড়েন ৮৬ রানের জুটি। যা এতোদিন ধরে সর্বোচ্চ ছিল। দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার লড়াইয়ে বহু পুরনো সেই রেকর্ড ভেঙে টেস্ট ইতিহাসে নতুন পাতা যোগ করলেন মুশফিক ও লিটন।
এরপর আরও একটি রেকর্ড নিজেদের করে নেন মুশফিক ও লিটন। ষষ্ঠ উইকেটেও বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়ে ফেলেছেন তারা। আগের সর্বোচ্চ রানের জুটিতেও ছিল মুশফিকের নাম। ২০০৭ সালে কলম্বোতে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ আশরাফুল ও মুশফিক ১৯১ রান করেন। যা এতদিন সর্বোচ্চ রানের ছিল।
সেই জুটি ছাড়িয়ে এখনও অবিচল মুশফিক-লিটন। ৫ উইকেটে ২৭৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। ইতোমধ্যে তাদের জুটি থেকে ২৫৩ রান পেয়েছে বাংলাদেশ। যা যেকোনো উইকেটে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রানের জুটি।
টেস্টে মুশফিক-লিটনের রসায়ণ বরাবরই দারুণ। ১৬ ইনিংসে এ নিয়ে চতুর্থবারের মতো শতরানের জুটি গড়লেন তারা। শতরানের জুটিতে সবার ওপরে হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিম জুটি। জাতীয় দলের সাবেক এই দুই ব্যাটসম্যান ৩২ ইনিংসে পাঁচবার শতরানের জুটি গড়েছেন।