‘তিন ফরম্যাটে আমার নাম নেই’- প্রশ্ন সাকিবের
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে টেস্টে অনিয়মিত সাকিব এবার ওয়ানডে সিরিজটি খেলতে চান না। ইতোমধ্যে বিসিবিকে বিষয়টি জানিয়েছেন তিনি। ব্যাপারটি নিশ্চিত হতে সাকিবের কাছে প্রশ্ন করা হলে উল্টো তিনিই প্রশ্ন করে বসলেন, তিন ফরম্যাটে তার নাম আছে কিনা।
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব। সচরাচর সংবাদ সম্মেলনে পাওয়া যায় না বলে মিরপুর টেস্ট ছাড়াও ক্যারিবীয় সফর নিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটেই বাংলাদেশ তাকে দলে পাবে কিনা।
প্রশ্নটি শুনে 'সিরিয়াস' মুড থেকে যেন বেরিয়ে আসেন সাকিব। উত্তর না দিয়ে সংবাদ সম্মেলনে পাশেই বসা বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে তার প্রশ্ন, '(তিন ফরম্যাটে) আমার নাম নেই?' সাকিবের প্রশ্নে সম্মতিসূচক মাথা নাড়েন রাবীদ ইমাম, বোঝান তিন ফরম্যাটেই তার নাম আছে। এরপর হাসতে হাসতে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়েন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নেওয়ার ব্যাপারটি মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে রেখেছেন সাকিব। বিসিবি ব্যাপারটি বিবেচনায় রেখেছে, তবে এর জন্য সাকিবকে আবেদন করতে বলা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ শেষে ছুটির আবেদন করার কথা অভিজ্ঞ এই ক্রিকেটারের। যদিও বিসিবি সূত্রে জানা গেছে, আবেদন না করলেও ওয়ানডে সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।
সাকিবকে ছুটি দেওয়া হলে ওয়েস্ট ইন্ডিজে কঠিন সময়ই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। কারণ চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হবে না দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। হজ করতে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। সাকিবও না থাকলে দল একাদশ গড়া নিয়েই বিপাকে পড়তে হতে পারে বাংলাদেশকে।
ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আগামী ৫ জুন দেশ ছাড়বে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষেই আমেরিকা পরিবারের কাছে চলে যাবেন সাকিব। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যোগ দেওয়ার কথা তার। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত না হলেও টেস্ট দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল । ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।