ডোনাল্ডের ডিউক বলের ক্লাসে মুস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। আগামী ১৬ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট। এর আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। প্রথম দিন বাংলাদেশের ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিন বোলিং করেন এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজারা। কিন্তু টেস্ট খেলার প্রসঙ্গে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, সেই মুস্তাফিজুর রহমানের দেখা মিলল না।
বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে পাওয়া গেল পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ক্লাসে। যেখানে তিনি ডিউক বলের সঙ্গে পরিচিত হলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাত বছর হয়ে গেলেও ডিউক বলে খেলা হয়নি তার। তাই সবাই যখন প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত, মুস্তাফিজ তখন শিখে নিলেন ডিউক বলের ধারাপাত। নতুন বলে গ্রিপটাও একটু নতুন হবে তার, জানিয়েছেন ডোনাল্ড।
ক্রিকেটের সীমিত ওভারের ফরম্যাটে সব জায়গায় কুকাবুরা বলে খেলা হয়। কিন্তু টেস্টে কোথাও 'কোকাবুরা' আবার কোথাও 'এসজি টেস্ট' বলে খেলা হয়। কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হয় ডিউক বলে। অন্যান্য বলের সঙ্গে ডিউক বলের পার্থক্য মূলত সিম বা সেলাইয়ে। এই বলের সিম একটু উঁচু, যা দীর্ঘ সময় টেকে। সিম সহজে বসে যায় না বলে লম্বা সময় ধরে সুইং পাওয়া যায়। এই বলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মুস্তাফিজ।
প্রথমবার বলে দলের অন্যান্য পেসারের মতো মুস্তাফিজের জন্যও যা চ্যালেঞ্জিং। যদিও বাঁহাতি এই পেসারের চ্যালেঞ্জটা বাকি সবার চেয়ে বেশি। কারণ, আইপিএলে মুস্তাফিজ শেষ ম্যাচ খেলেছেন গত ১ মে। প্রায় দেড় মাস ধরে ম্যাচের বাইরে তিনি। লাল বলেও দীর্ঘদিন খেলা হয় না তার, সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেন। ২০১৮ সালের নভেম্বরের পর সাড়ে তিন বছরে প্রথম শ্রেণিতে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ।
এবাদত-মুস্তাফিজদের জন্য ডিউক বলে খেলাটা চ্যালেঞ্জিং হলেও বলটির সঙ্গে ভালোভাবেই পরিচয় আছে ডোনাল্ডের। এই বলে ইংল্যান্ডে ৮ টেস্টে ৪৫ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে ৫ টেস্টে সাবেক এই প্রোটিয়া পেসারের উইকেট ২০টি। টেস্ট অভিষেকের ৫ বছর আগে থেকেই ওয়ারউইকশায়ারের হয়ে খেলা শুরু করেন তিনি। কাউন্টির দলটির কিংবদন্তি এই পেসার ১৪১ ম্যাচে নিয়েছেন ৫৩৬টি উইকেট।
নিজের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে মুস্তাফিজকে শেখাচ্ছেন ডোনাল্ড। বিসিবির এক ভিডিও বার্তায় দেখা যায়, ডিউক বলে সিম পজিশনসহ অন্যান্য বিষয় নিয়ে মুস্তাফিজের সঙ্গে কাজ করছেন তিনি। সেশন শেষে ডিউক বল নিয়ে ডোনাল্ড বলেন, 'কোকাবুরা থেকে এবার ডিউক বলে যাওয়ার পালা। যে বলের সঙ্গে আমি খুব ভালোভাবেই পরিচিত। ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে ও ইংল্যান্ডে টেস্ট ম্যাচে খেলেছি এই বলে। এই বলের সিম বেশ উঁচু। এই বলে মানিয়ে নিতে হলে অনেক কাজ করতে হবে।'
প্রথম অভিজ্ঞতা হলেও ডিউক বলে বোলিং করাটা মুস্তাফিজ উপভোগ করছেন বলে জানালেন ডোনাল্ড। এ ছাড়া প্রস্তুতি ম্যাচটা সবার কাজে দেবে বলে মনে করেন তিনি, 'মাত্রই একটি সেশন হলো ফিজের সঙ্গে। আইপিএলের পর প্রথম বোলিং করল সে। বল নিয়ে কিছুটা ধারণা দিলাম তাকে। ডিউক বলে এটি তার প্রথম অভিজ্ঞতা। খুব সূক্ষ্ম পরিবর্তন করেছি তার গ্রিপে। তার মনে হচ্ছে, বেশ ভালোভাবে হাত থেকে বেরোচ্ছে বল। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের প্রথম দফায় বোলিং হলো। এই বলে অভ্যস্ত হতে এটা ভালোভাবে কাজ লাগবে বলে মনে হচ্ছে।'