বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ সম্প্রচারে জটিলতা কোথায়?
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৬ জুন। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে লড়বে দুই দল। মাত্র একদিন বাকি থাকলেও বাংলাদেশের ক্রিকেটভক্তরা জানেন না, খেলা দেখবেন কোন চ্যানেলে। খেলা সম্প্রচারের স্বত্ব কেনা কোম্পানির কাছ থেকে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল এখন পর্যন্ত ফিড নেয়নি। কেবল টেস্ট সিরিজই নয়, পুরো সিরিজেই খেলা দেখা নিয়ে শঙ্কা আছে।
সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনা কোম্পানি ও বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে বনিবনা না হওয়ায় খেলা সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমনই ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বিসিবির এই পরিচালক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এখানে বিসিবির কিছুই করার নেই। বিষয়টি সম্প্রচার স্বত্বাধিকারী কোম্পানি ও টেলিভিশনের মধ্যে চুক্তির ব্যাপার।
মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, 'এটা নিয়ে আসলে আমি জানি না, এটা আমাদের অংশও না। এটা তাদের ভেতরের ব্যাপার। টিভি স্বত্ব যারা নিয়েছে তাদের সাথে টেলিভিশন কোম্পানিগুলোর যোগাযোগ বা চুক্তিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বলতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তো তাদের সম্প্রচার স্বত্ব বিক্রি করে দিয়েছে। যারা ব্রডকাস্টার, তাদের সাথে আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলোর চুক্তির ব্যাপার এটা।'
'টিভি স্বত্ব কেনা কোম্পানির সঙ্গে টিভিগুলোর এটা ব্যবসায়ী চুক্তি। যারা স্বত্ব কিনেছে তারা এটা বিক্রি করবে, হয়তো দাম বা টার্ম এন্ড কন্ডিশনের কোনো ব্যাপার থাকতে পারে। এটা আসলে আমার ঠিক জানা নেই। কী কারণে যে তারা করছে না, এটা বলতে পারছি না। তবে আবার শেষ মুহূর্তে হয়েও যেতে পারে।' যোগ করেন তিনি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। সাম্প্রতিক সময়ে টিএসএমের কেনা স্বত্ব থেকেই 'ফিড' নিয়ে কনসর্টিয়ামের মতো করে দেশের টিভিতে খেলা সম্পচার করা হয়। কনসোর্টিয়ামের ফিড থেকে টি স্পোর্টস ও গাজী টিভি খেলা সম্প্রচার করে আসছে।
জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এবার টিএসএমের কাছ থেকে ফিড নিতে আগ্রহী নয় কনসোর্টিয়াম। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে টিএসএম সম্প্রচার স্বত্ব কেনায় স্বাভাবিকভাবেই অন্য কোথাও থেকে ফিড নেওয়ার সুযোগ নেই কনসোর্টিয়ামের। এ কারণেই মূলত খেলা সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
খেলা সম্প্রচারের বিষয়ে বিসিবির হাতে কিছুই নেই। এরপরও খেলা সম্প্রচারের জন্য দেশের টেলিভিশনগুলোকে অনুরোধ জানিয়েছেন তানভীর আহমেদ টিটুসহ বিসিবির আরও কয়েক কর্তা। তিনি বলেন, 'এখানে বিসিবির কিছু করার নেই। কেউ সম্প্রচার স্বত্ব কিনবে, তাদের কাছ থেকে টেলিভিশনগুলো ফিড কিনে খেলা সম্প্রচার করবে। তবু বোর্ড হিসেবে দিনশেষে আমাদের চেষ্টা থাকে খেলা দেখানোর। এ কারণে আমি সেদিন সবাইকে অনুরোধ করলাম। বোর্ডের তরফ থেকে একটা অনুরোধ রেখেছি যেন দেশের মানুষ খেলা দেখতে পারে। অনানুষ্ঠানিকভাবে নিজেদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমরা সবাই অনুরোধ করছি।'
এখনও অবশ্য আশা ছাড়েননি তানভীর আহমেদ। এরপরও বাংলাদেশের কোনো টেলিভিশন খেলা সম্প্রচার না করলে আইসিসি টিভি একমাত্র উপায় হবে বলে জানান তিনি। বিসিবির এই পরিচালক বলেন, 'আইসিসি টিভিতে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্মে, তখন ফোনে খেলা দেখতে হবে। আইসিসি টিভিতে সরাসরি দেখাবে, এখন পর্যন্ত এতটুকুই সম্ভাবনা আছে।'
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আইসিসির টিভি অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। এখানে খেলা দেখতে হলে পয়সা খরচ করে সাবসস্ক্রিপন কিনতে হবে। এ ছাড়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা দেখার উপায় আপাতত নেই।