মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
বৈরী আবাহাওয়ায় খেলা হওয়ার উপায় নেই, বলই গড়ালো না মাঠে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত। এতে অবশ্য মন খারাপ হলো না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ঠিকই শিরোপা উৎসবে মাতলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তারা। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তাদের দল মোহামেডান।
২০২১-২২ আসরের শেষ রাউন্ডে শনিবার বিকেএসপিতে ম্যাচ খেলার কথা ছিল মোহামেডানের। এদিন তাদের প্রতিপক্ষ ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্র। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
মোহামেডান ও রূপালী ব্যাংকের পয়েন্ট সমান ছিল। ১১ ম্যাচে ৮টি করে জয়ে দল দুটির পয়েন্ট ছিল ১৯ করে। এ কারণে হেড টু হেড হিসাব করা হয়। মুখোমুখি লড়াইসহ দুই দলের তিনটি করে ম্যাচ পরিত্যক্ত হয়। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় মোহামেডান।
মোহামেডানের শিরোপা জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওপেনার শামিমা সুলতানা। ৮ ইনিংসে ২ হাফ সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ২৯৭ রান করেন তিনি। ৬ ইনিংসে ২৯৪ রান করেন জাতীয় দলের আরেক ব্যাটিং ভরসা রুমানা।
শিরোপা জিতলেও রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে মোহামেডানের কেউ নেই। ৯ ইনিংসে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৯০ রান করে সবার উপরে রূপালী ব্যাংকের ফারজানা হক পিংকি। বেশ কয়েকটি ইনিংসে অপরাজিত থাকায় পিঙ্কিং ব্যাটিং গড় ১৬৩.৩৩!
১০ ইনিংসে ৩.৩৬ ইকোনমিতে রান দিয়ে ২২ উইকেট নেওয়া বিকেএসপির পেসার মারুফা আক্তার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে। তাদের আরও একটি ম্যাচ বাকি আছে। ৮ ইনিংসে ২০ উইকেট নেন রূপালী ব্যাংকের নাহিদা আক্তার। ওভারপ্রতি মাত্র ১.৩৪ রান খরচা করেছেন তিনি।
বিকেএসপিতে শনিবার বৃষ্টিতে পণ্ড হয় গুলশান ইয়ুথ ক্লাব ও শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ম্যাচও। এই ম্যাচে যদিও কিছুটা খেলা হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে গুলশান ইয়ুথ ক্লাব ১৮.৫ ওভারে ৫ উইকেটে ২৯ রান করার পর বৃষ্টি শুরু হলে আর খেলা হয়নি।