‘বাংলাদেশে টেস্ট সংস্কৃতি নেই’- সাকিবের এমন মন্তব্যে দ্বিমত নেই পাপনের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। টেস্ট অধিনায়কের ভাষায়, বাংলাদেশে কখনও টেস্ট সংস্কৃতি ছিল না, এখনও নেই। সাকিব মনে করেন, টেস্টে উন্নতি না হওয়ার প্রধান অন্তরায় এটাই। টেস্ট সংস্কৃতি নিয়ে তার মন্তব্যের সঙ্গে অনেকটাই একমত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার বোর্ড সভা ছিল বিসিবির। সভা শেষে নাজমুল হাসান জানান, সাকিবের মন্তব্যের সঙ্গে তার তেমন দ্বিমত নেই। তবে সংস্কৃতি গড়ে তুলতে কেবল খেলোয়াড়দের নয়; দর্শক, সংবাদমাধ্যমকেও ধৈর্য ধরতে হবে। এ ছাড়া কোন অবস্থায়, কী ভেবে সাকিব এমন মন্তব্য করেছেন; তার সঙ্গে কথা না বলে এটা নিয়ে মন্তব্য করা কঠিন বলে মনে করেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান বলেন, 'সাকিব যেটা বলেছে, সেটা সাকিবের কথা। তবে আমাকে যদি বলেন, একেবারে দ্বিমত করি না আমি। টেস্ট খেলা এক ধৈর্যর খেলা। এই ধৈর্য শুধু খেলোয়াড়দের না কিন্তু, এটা সকলের। আমি যদি নির্দিষ্ট করে বলতে চাই প্রথম ৫০ বছরে ১৯৬টা ম্যাচ খেলে ভারত মাত্র ৩৫টা ম্যাচ জিতেছে। একটু চিন্তা করে দেখেন, অন্যতম শক্তিশালী দেশ তারা। নিউজিল্যান্ড এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, ২৬ বছর লেগেছে তাদের প্রথম ম্যাচ জিততে।'
সাকিব, তামিম, মুশফিকরা দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছেন। টেস্ট সংস্কৃতি না গড়ে ওঠার পেছনে তাদের দায়ই বেশি কিনা? এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেন, 'কেন বললো, কী চিন্তা করে বলেছে, এসব নিয়ে না জিজ্ঞাস করে, না শুনে; একজনের ওপর আরেকটা কমেন্ট দিতে গেলে সেটা বেকায়দা। কেন, কখন কী বলেছে, এটা সামনা সামনি শোনার আগে কমেন্ট করাটা কঠিন।'
'তবে হ্যাঁ, সব মিলিয়ে সংস্কৃতি শুধু খেলোয়াড়দের না; আমাদের সবার। দর্শক, মিডিয়া সবারই ধৈর্য ধরতে হবে। টেস্টে কেউ রাতারাতি ভালো করতে পারেনি, এটা আমি বলব না; তবে অনেক কঠিন। অনেক দেশেরই সময় লেগেছে। বাংলাদেশেরও লাগছে এবং লাগবে। তবে আমি মনে করি প্রত্যাশিতভাবে যদি আমরা উন্নদি করতে পারি, সামনে আরেকটু ভালো হবে।'
টেস্টে যে বাংলাদেশের উন্নতি হয়েছে, পরিসংখ্যান দিয়ে সেটা প্রমাণের চেষ্টা করলেন নাজমুল হাসান। বিসিবিতে নিজের কমিটির মেয়াদকালের পারফরম্যান্সের হিসাব টেনে তিনি বলেন, '২০১২ থেকে ২০২২, শেষ দশ বছরের ৩৩টা টেস্ট সিরিজ খেলেছি, ৬১টি ম্যাচ। এর মধ্যে আমরা ১৩টা জিতেছি, ১১টা ড্র, ৩৭টা হেরেছি। জয়ের গড় যদি দেখতে যাই, সেটা ২১ শতাংশ।'
আগের ১২ বছরের সঙ্গে তুলনা টেনে বিসিবি সভাপতি আরও বলেন, 'এখন একটা ম্যাচ খারাপ হলে হতাশ হয়ে যাবো, যা খুশি বলে বেড়াবো, কারও দোষ খুঁজে বের করবো, এটা করা ঠিক না। আপনাদের মন খারাপ, আমার মন আরও খারাপ এই খেলা দেখে। আমি উন্নতি দেখতে পাচ্ছি। সেটা কীভাবে, আমরা সেই শুরু থেকে ৩৭টা টেস্ট সিরিজ খেলেছি, ৭৩টা ম্যাচ। ৩টা ম্যাচ জিতেছিলাম, জয়ের গড় ৪ শতাংশ। ৪ শতাংশ থেকে যদি ২১ শতাংশ হয়, এটা অবশ্যই উন্নতি।'