কমিউনিকেশনস অফিসার নেবে ইউএনডিপি
ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কক্সবাজারের ক্রাইসিস রেসপন্স অফিসে একজন কমিউনিকেশনস অফিসার নিয়োগ দেবে।
জার্নালিজম, কমিউনিকেশনস, ইংলিশ, মিডিয়া রিলেশনস, স্যোশাল সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীর পাবলিক রিলেশনস, কমিউনিকেশনস এবং অ্যাডভোকেসিতে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
ইউএনডিপি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। এর পূর্ণরূপ ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী। উন্নয়নশীল দেশসমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার, সম্পদ আহরণে সাহায্য করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইউএনডিপির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের আর্থিক, সামাজিক উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করছে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।