বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানীতে ২৪ পদে চাকরির সুযোগ
বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানী লিমিটেডে ২৪ ধরনের পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ
১. ডিসপ্যাচ কন্ট্রোলার
২. লিড অপারেশন কন্ট্রোলার (ইউটিলিটি)
৩. ইউটিলিটি সুপারভাইজর
৪. ডিসপ্যাচ সুপারভাইজর
৫. সিনিয়র সুপারভাইজর/ সুপারভাইজর- ওয়ার্কশপ
৬. সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান/ জুনিয়র টেকনিশিয়ান- মেইনটেন্যান্স
৭. সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান- ফেব্রিকেটর/ ফিটার
৮. সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান- এইচভিএসি
৯. মেইনটেন্যান্স টেকনিশিয়ান- ক্রাফটস
১০. সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান- ইলেকট্রিক্যাল (মেইনটেন্যান্স)
১১. সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান- কন্ট্রোল অ্যান্ড ইনস্টলেশন
১২. সিনিয়র টেকনিশিয়ান/ টেকনিশিয়ান- মোটর ওয়ার্কশপ
১৩. মেরিন সুপারভাইজর
১৪. অয়েল মুভমেন্ট সুপারভাইজর
১৫. ড্রাম প্ল্যান্ট সুপারভাইজর
১৬. সিনিয়র ইন্সপেক্টর/ইন্সপেক্টর
১৭. প্রসেস অপারেটর
১৮. ইউটিলিটি অপারেটর
১৯. ইটিপি অপারেটর
২০. সাবস্টেশন অপারেটর
২১. ফর্কলিফট অপারেটর
২২. সিনিয়র অপারেটর/অপারেটর- অয়েল মুভমেন্ট
২৩. সিনিয়র অপারেটর/ অপারেটর- জেটি
২৪. ড্রাম প্লান্ট অপারেটর
আগ্রহী প্রার্থীদের ৩০ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি পাঠাতে হবে 'জেনারেল ম্যানেজার (মানবসম্পদ ও প্রশাসন), বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানী লিঃ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস-১, প্লট- ০৩, ব্লক- জি, উম্মে কুলসুম রােড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯' ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়।