অটিজম নিয়ে কাজের জন্য আরেকটি স্বীকৃতি সায়মা ওয়াজেদের
ইনোভেটিভ উওম্যান লিডারস ইন গ্লোবাল মেন্টাল হেলথের অন্যতম নারী-নেতৃত্ব নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন।
কলম্বিয়া ইউনিভার্সিটির গ্লোবাল মেন্টাল হেলথ প্রোগ্রামস কনসোর্টিয়ামের ‘ফাইভ অন ফ্রাইডে’ শীর্ষক প্রকাশনা ব্লগে সম্প্রতি তালিকাটি প্রকাশিত হয়।
মানসিক অসুস্থতার প্রকৃত অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তি, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী, লেখক, শিল্পী, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও চিকিৎসকরা এ তালিকায় রয়েছেন।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের বিষয়টি মূলধারায় নিয়ে আসা এবং নানা প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের বিষয়ে সামাজিক বাধা দূরীকরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীতনয়া সায়মা। তিনি বাংলাদেশ অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। তাছাড়া মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউিএইচও) বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশে অটিজমে আক্রান্ত মানুষদের মুখপাত্র হিসেবে তাঁর উদ্ভাবনী কাজের জন্য তাঁকে এ সম্মান দেওয়া হয়।
সায়মা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সনদপ্রাপ্ত স্কুল মনোবিজ্ঞান বিশেষজ্ঞ। ফ্লোরিডার ব্যারি ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ‘নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডারস অ্যান্ড মেন্টাল হেলথ’ বিষয়ের একজন বিশেষজ্ঞ সায়মা দক্ষ বক্তাও বটে। অটিজম নিয়ে আন্তর্জাতিক সচেতনতা, নীতি ও কর্মসূচির পরিবর্তনে তাঁর প্রচেষ্টা রয়েছে। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তিনটি আন্তর্জাতিক রেজ্যুলেশনের জন্যও কাজ করেছেন তিনি।
বাংলাদেশে এখন তিনি সূচনা ফাউন্ডেশন নামে একটি এনজিওর চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এটি মূলত নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেসি, গবেষণা ও দক্ষতা বৃদ্ধির কাজে নিয়োজিত অলাভজনক একটি প্রতিষ্ঠান।
পাশাপাশি, তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অন্যতম ট্রাস্টি।