ঈদে বাড়ি ফেরার পথে খুন হলেন কলেজ ছাত্র
শহর থেকে ঈদের বন্ধে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন এক কলেজ ছাত্র।
মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে রাজশাহী নগরীর হেতেমখাঁ ও বর্ণালীর মাঝামাঝি সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফারদিন আশারিয়া রাব্বি রাজশাহী সিটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে।
‘তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীদের আঘাতে নিহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। নিহতের মাথার ওপরে কোপের চিহ্ন রয়েছে,’ যোগ করেন তিনি।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা কুপিয়ে রাব্বির লাশ ফেলে গেলেও ঘটনাস্থলেই তার ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন পড়েছিল।
নিহতের পরিবার জানায়, রাব্বির বাড়ি আসছেন বলে জানিয়েছিলেন। ভোরে ছাত্রাবাস থেকে বের হওয়ার সময়ও তার বোনের সাথে কথা বলেছে। এর কয়েক মিনিট পরে থেকেই রাব্বিকে আর ফোনে পাওয়া যায়নি।