পহেলা সেপ্টেম্বর রবিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ
যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষে আগামী রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস কনস্যুলার সেকশনসহ বন্ধ থাকবে।
সেই সাথে আমেরিকান সেন্টারসহ বন্ধ থাকবে আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার।
দিবসটি যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন।
মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার ‘লেবার ডে’ বা শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮০০ সালের পর, যখন কিনা আমেরিকান শ্রমিকরা খেত-খামারের কাজ ছেড়ে কারখানায় কাজ করতে শুরু করে, সেই সময়ই এই ‘লেবার ডে’র গোড়াপত্তন হয়।
এর আগে, শ্রমিকদের দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহের সাত দিন কাজ করার নিয়ম প্রচলিত ছিল। এরপর দিনে দিনে আমেরিকার শ্রমিকেরা নিজেদের সুসংগঠিত করে তোলে এবং দৈনিক শ্রমঘণ্টা ১২ থেকে কমিয়ে ৮ ঘণ্টা করা, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং কাজের পরিবেশ উন্নত করাসহ বেশ কিছু দাবী তোলে।
শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে ১৮৯৪ সালে কংগ্রেস একদিনের জাতীয় ছুটি ঘোষণা করে। সাধারণ মানুষ কংগ্রেসের এই সিদ্ধান্তের পর ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে। এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবার আনন্দে প্যারেড, পিকনিকসহ নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
বর্তমানে ‘লেবার ডে’ চলে আসলেই বোঝা যায় গ্রীষ্মকাল শেষ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র জুড়ে ‘লেবার ডে’-তে মানুষ লম্বা ছুটি উপভোগ করে, অনেকেই পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যায়।