বিচারকের সামনে খুন করলেন এক আসামী অন্য আসামীকে
কই খুনের মামলার আসামী দুই মামাতো-ফুফাতো ভাই। একই মামলায় জামিনে থেকে মামলার হাজিরা দিতে গেলেন আদালতে। সেখানে ‘ব্যক্তিগত দ্বন্দের জেরে’ একজন অন্যজনকে আদলতে বিচারকের উপস্থিতিতে সবার সামনেই কুপিয়ে হত্যা করলেন।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এজলাসের খাসকামরায়।
ছুরিকাঘাতের ফলে নিহত যুবকের নাম মোঃ ফারুক হোসেন (২৭)। আর ছুরিকাঘাত করেছেন তারই ফুফাতো ভাই আবুল হাসান (২৫)। ঘটনার পরপরই হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আদালতের এজলাস কক্ষে মামলার শুনানির এক পর্যায়ে হাসান ছুরি দিয়ে ফারুকের ওপর আক্রমণ করেন। জীবন বাঁচাতে ফারুক দৌড়ে বিচারকের কক্ষে গেলে হাসান সেখানে গিয়েও তাকে ছুরিকাঘাত করতে থাকে এবং খুন করে। পুলিশ সাথে সাথে তাকে গ্রেপ্তার করে ফেলে।”