যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নির্বিচারে গুলি চালিয়ে ৪ জনকে হত্যার পর পুলিশের ছোঁড়া পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবর অনুযায়ী, পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি একটি ট্রাফিক স্টপে স্থানীয় সময় শনিবার বিকেলে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত আরও ২১ জন।
স্থানীয় পুলিশের প্রধান মাইকেল গর্কি সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীর বয়স ত্রিশের কোঠায়।
তিনি বলেছেন, ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে তারা সবাই হামলাকারীর গুলিতে আহত নন। গুলির আঘাতে তাদের গাড়ির জানালার কাঁচ ভেঙে টুকরো লেগে আহত হয়েছেন কয়েকজন।
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের দুই পুলিশ কর্মকর্তা মিডল্যান্ড হাইওয়েতে একটি গাড়ি থামাতে চেষ্টা করেন। তখন ওই গাড়ির চালক (হামলাকারী) পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করেন। এরপর তিনি আশেপাশের গাড়িচালক ও পথচারীদের লক্ষ্য করেও এলোপাতাড়ি গুলি চালিয়ে এগুতে থাকেন। এক পর্যায়ে হামলাকারী নিজের গাড়ি ছেড়ে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একটি ট্রাক চুরি করেন এবং একইভাবে গুলি চালাতে থাকেন।
পরে একটি মুভি কমপ্লেক্সের সামনে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।
ঘটনাটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, এটর্নি জেনারেল উইলিয়াম বার তাঁকে ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। এফবিআই এবং আইন-শৃংঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
গত ৩ আগস্ট টেক্সাসের এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২২ জন। সেই ঘটনার ২৮ দিনের মাথায় একই অঙ্গরাজ্যে আরেকটি বন্দুক-হামলার ঘটনা ঘটল।