সালমান শাহ জন্মোৎসবের জমকালো উদ্বোধন
বাংলাদেশের চলচ্চিত্রে অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ। ১৯৯৭ সালে প্রয়াত এ অভিনেতার ৪৮তম জন্মদিন পালিত হচ্ছে বৃহস্পতিবার। এ উপলক্ষে ঢালি কমিউনিকেশন্স আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব- ২০১৯’।
বৃহস্পতিবার বেলা ১২টায় মধুমিতা সিনেমা হলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উৎসবের উদ্বোধন করেন অভিনেতা শাকিব খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমরা খুব সৌভাগ্যবান। কারণ সালমানের মতো নায়ককে আমরা পেয়েছিলাম। হলে গিয়ে তার ছবি দেখেছি। পুরুষ মানুষের কপাল বড় হলে অনেকে বলেন, ‘মাথায় চুল কেন কম?’ কিন্তু সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যার বড় কপাল দেখে অনেক তরুণ মাথার চুল ছেঁটে কপাল বড় করতেন। এই হলেন সালমান শাহ। তিনি যা করে গেছেন, সেই স্টাইল এখনও আমরা ধারণ করে চলেছি।”
বর্তমান সরকারকে ‘চলচ্চিত্র ও সংস্কৃতিবান্ধব আখ্যা দিয়ে বরাবরই দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন। ইতোমধ্যে সারাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এগুলোর ১৩টিতে আধুনিক প্রযুক্তির সিনেপ্লেক্স যুক্ত করা হচ্ছে। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমতি দিয়েছেন বলেও জানালেন প্রতিমন্ত্রী পলক।
শাকিব খান বলেন, “সালমান শাহর মৃত্যুর এত বছর পরও তিনি মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছেন। অন্য অনেকের মতোই সালমান শাহ আমার প্রাণের নায়ক। অনেকদিন ধরে তার নামে এফডিসিতে একটি ফ্লোরের দাবি করা হচ্ছে। সামনেই এফডিসিতে আমার শুটিং আছে। তখন আমি তাদের (বিএফডিসি কর্তৃপক্ষ) সঙ্গে আলোচনা করব, যেন সালমান শাহর নামে একটি ফ্লোর বা রাস্তার নামকরণ করা হয়।”
বিশেষ অতিথি, গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ফারজানা মুন্নী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ ও অভিনেত্রী শবনম বুবলী উপস্থিত ছিলেন এ আয়োজনে।সালমান শাহর প্রথম ছবির পরিচালক সোহানুর রহমান সোহান ও শেষ ছবির পরিচালক ছটকু আহমেদও এসেছিলেন। তাছাড়া নির্মাতা অরুণ চৌধুরী, এস এ হক অলীকসহ বেশ কজন অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী ও প্রয়াত নায়কের ভক্তকুল ছিলেন উৎসবের উদ্বোধনীতে।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজাম মাসুদ। অনুষ্ঠান শুরু হয় সালমান শাহকে নিয়ে তৈরি সিমিত রায় অন্তরের একটি ডকুফিল্ম প্রদর্শনের মাধ্যমে। শেষ হয় জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে।
উৎসব আয়োজক ঢালি কমিউনিকেশনস-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মানজুর জানান, ২০ সেপ্টেম্বর থেকে উৎসবে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত ৭টি বিশেষ সিনেমা।
মধুমিতা হল কর্তৃপক্ষ জানায়, শুক্রবারে (২০ সেপ্টেম্বর) মর্নিং শো-সহ চারটি প্রদর্শনী হবে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির। বাকি ছবিগুলোর তিনটি করে শো হবে রোজ। ছবি প্রদর্শনের সময় হল-- সকাল ১০টা থেকে ১২ টা (শুক্রবার), বেলা ১২টা থেকে ৩টা, ৩টা থেকে সন্ধ্যা ৬টা এবং ৬টা থেকে রাত ৯টা।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে ঢালি কমিউনিকেশন্সের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছরের ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকী ঘিরে আয়োজিত উৎসবটিও ব্যাপক সাড়া ফেলেছিল।
ছবি প্রদর্শনের সূচি:
২০ সেপ্টেম্বর-- কেয়ামত থেকে কেয়ামত
২১ সেপ্টেম্বর-- তোমাকে চাই
২২ সেপ্টেম্বর-- মায়ের অধিকার
২৩ সেপ্টেম্বর-- চাওয়া থেকে পাওয়া
২৪ সেপ্টেম্বর-- তুমি আমার
২৫ সেপ্টেম্বর-- অন্তরে অন্তরে
২৬ সেপ্টেম্বর-- সত্যের মৃত্যু নেই।