সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখেরও বেশী মানুষের বাদ পড়ার পর সিলেট সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাক ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অবস্থান বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকায়। বিভাগের অন্য তিন জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সঙ্গেও রয়েছে ভারতের সীমান্ত। তবে এগুলোর মধ্যে সিলেটের বিয়ানিবাজার, কানাইঘাট ও জকিগঞ্জের সঙ্গে আসামের সীমান্ত রয়েছে। ফলে এসব সীমান্তে নজরদারি বেশি বাড়িয়েছে বিজিবি।
বিজিবির ১৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ হোসেন সিলেটের বিভিন্ন সীমান্তে তাদের নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। তাছাড়া যেহেতু তালিকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই আসাম রাজ্যে কাজ চলছিল, তাই আমরা শুরু থেকে সতর্ক ছিলাম। এখনও সতর্ক রয়েছি।”
তিনি আরও বলেন, “যে কোনো ধরনের পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দাসহ জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যারা একদম সীমান্তে কৃষিকাজ করেন তাদেরকে বলা হয়েছে ভারতীয় সীমান্তে কোনো তৎপরতা দেখা গেলেই যেন আমাদের জানান তারা।”
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
তিনি বলেন, “এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না।”