২০২১ সালে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
২০২১ সালের জুনে বহুকাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনবি জানায়, আগামী বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে বৃহষ্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, “২০২১ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হবে। সেতুর মূল কাজের বাস্তব অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ।”
তিনি আরও বলেন, “আগামী বছরের জুন মাসে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এরপর সেখানে যান-চলাচল শুরু হবে।’”
সচিবালয়ে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প। সেতুটি চালু হয়ে গেলে এটি জিডিপিতে ১.২ শতাংশ প্রবৃদ্ধি ঘটাবে বলে আশা করা হচ্ছে।