“চীনের সহযোগিতা নিলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না”
চীনের কাছ থেকে সহযোগিতা নিলে প্রতিবেশি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ নেই বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের দেশের জন্য যখন যেটা দরকার সেটা আমরা অন্য দেশগুলো থেকে নেব। দেশের উন্নয়নের জন্য চীন থেকে সহযোগিতা নেওয়ার মানে এই নয় যে, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবে।”
বিদ্যুৎ, সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল এবং রূপপুর প্রকল্প সম্পন্ন করতে দেশীয় অর্থায়ন যথেষ্ট নয় বলেই অন্য দেশের সহযোগিতা দরকার। ভারতের সঙ্গেই এখন বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে এবং সেটির ক্ষতি হতে পারে এমন কোনো বিষয় নেই বলে মনে করেন ওবায়দুল কাদের।
প্রসঙ্গক্রমে, ক্ষমতাসীন আওয়ামী লীগের রদবদলের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক জানান যে, যে-কেউ তাঁর পদেও (সাধারণ সম্পাদক) প্রার্থী হতে পারেন।
দলীয় নেত্রী শেখ হাসিনার ওপর বিষয়টি নির্ভর করে এ কথা জানিয়ে তিনি বলেন, “তিনি চাইলে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অনিয়মের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, “তদন্তের শেষে দোষী প্রমাণিত হলে তাঁর (ভিসি) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”