আশুলিয়ায় অন্তত ৪টি কারখানায় আগুন: ফায়ার সার্ভিস
ঢাকার আশুলিয়ায় অন্তত চারটি কারখানায় রবিবার (৪ আগস্ট) আগুন লেগেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-৪) মো. আলাউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'সিনহা নিট এন্ড ডেনিমস লিমিটেড কারখানায় আগুনের খবর পেলেও আন্দোলনকারীরা আমাদের সেখানে যেতে দেয়নি। আমাদের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হা মীম গ্রুপের কারখানার ঝুটের গোডাউনে ও গাড়িতে আগুন লেগেছে। সব মিলিয়ে অন্তত ৪টি কারখানায় আমরা এখন পর্যন্ত আগুনের সংবাদ পেয়েছি, যার সবগুলোই আশুলিয়ায়।'
তিনি বলেন, 'কিন্তু আমরা পৌঁছালেও বিক্ষোভকারীরা কাজ করতে দিচ্ছে না। এছাড়া কবিরপুরে বেক্সিমকো পিপিই ইন্ড্রাস্টিয়াল পার্কে অগ্নিসংযোগের খবর পেয়েছি আমরা।'