এই শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা
মাতৃভাষার বাইরে অন্য ভাষায় দখল নেই, এমন মানুষ এখন কল্পনাতীত। বিশ্বায়নের এই প্রতিযোগিতায় টিকতে হলে নিজের ভাষার বাইরেও অন্য ভাষায় দক্ষ হতে হয় । যার যত বেশি ভাষা রপ্ত , তিনি তত এগিয়ে।
আন্তর্জাতিক ভাষা ইংরেজি হলেও দিন দিন গুরুত্ব বাড়ছে অন্যগুলোরও। এখন জানা যাক কোন কোন ভাষা এই একবিংশ শতাব্দীতে বেশি গুরুত্বপূর্ণ?
একাডেমিক কাজে, পেশাগত যোগাযোগ থেকে শুরু করে ভ্রমণ , বন্ধুত্ব- সবকিছুতেই আজ শুধু মাতৃভাষার ওপর নির্ভর করলে চলে না। এই শতাব্দীতে এসে আমাদের কাছে ইংরেজি যেন বাংলার মতোই অপরিহার্য হয়ে উঠেছে। মাতৃভাষার বাইরে অন্য ভাষায় দক্ষতা থাকুক বা না থাকুক ইংরেজিতে থাকতেই হয়।
পৃথিবীতে ভাষার সংখ্যা ৭ হাজারেরও বেশি। তবে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের ব্যবহৃত ভাষা শুধু ২৩টি। এর মধ্য থেকে নিচের দশটি ভাষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইংরেজি
বিশ্বের সবচেয়ে প্রভাববিস্তারকারী ভাষাগুলোর মধ্যে ইংরেজি প্রথম। ৩৭৫ মিলিয়নের বেশি মানুষ এই ভাষায় কথা বলে। ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির যুগে সারা বিশ্বের প্রাথমিক ভাষা ইংরেজি। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মৌলিক ও সরকারি দুটি ভাষাই ইংরেজি।
চাইনিজ/মান্দারিন
ভাষাভাষীর সংখ্যার দিক থেকে চাইনিজের সমপর্যায়ের কেউ নেই। পুরো পৃথিবীতে ১.১ বিলিয়ন মানুষের উপভাষা চাইনিজ, যেখানে এই ভাষাভাষীর সংখ্যা ৯৮২ মিলিয়ন। যদিও এদের মধ্যে বিপুল পরিমাণ মানুষ চীনেই বাস করে।
ধারণা করা হয়, ২০৫০ সালের মধ্যে চীন বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিতে পরিণত হবে। তখন বিশ্বব্যাপী আরও প্রভাবশালী হয়ে উঠবে দেশটি। সুতরাং চাইনিজ ভাষার গুরুত্ব দিন দিন যে বাড়ছে, সেই বিষয়ে সন্দেহ নেই।
জাপানিজ
অর্থনৈতিক শক্তিমত্তা ও প্রভাব প্রতিপত্তির জন্য জাপান গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে বিবেচিত। জাপানিজ ভাষাভাষীর সংখ্যা প্রায় ১২৭ মিলিয়ন।
যদিও ভাষার প্রতীকগুলো প্রথমে কঠিন মনে হবে। তবে ভাষাটি মধুর। জাপানের বাইরে এর জনপ্রিয়তা খুব বেশি না হলেও তথ্য প্রযুক্তি বা শিল্পের জন্য এই ভাষার গুরুত্ব অনেক।
জার্মান
ইউরোপ মহাদেশের সবচেয়ে প্রভাবশালী ভাষা জার্মান। কয়েক দশক ধরে এটি ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রভাববিস্তারকারী ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১০৫ মিলিয়ন ভাষাভাষীসহ পৃথিবীজুড়ে ৮০ মিলিয়ন মানুষ এটিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে।
তবে মজার কথা হচ্ছে , এই ভাষার কথনভঙ্গি এবং উচ্চারণ অনেক গাম্ভীর্যপূর্ণ এবং রাশভারী; যেন বিশ্বব্যাপী দেশটির নেতৃত্বের প্রতিফলন দেয় শব্দগুলো!
স্প্যানিশ
বিশ্বের সর্বাধিক বিস্তৃত ভাষা স্প্যানিশ। ৩৩০ মিলিয়ন মানুষের প্রথম এবং অন্তত ৪২০ মিলিয়ন মানুষের দ্বিতীয় ভাষা এটি। স্প্যানিশ ২০টিরও অধিক দেশের প্রাথমিক ভাষা। লাতিন আমেরিকারসহ যুক্তরাষ্ট্রের ৩৫ মিলিয়ন মানুষের ঘরোয়া ভাষাও এটি।
রাশিয়ান বা রুশ
এবার আসি রুশ ভাষায়। যে ভাষায় ফিওদর দস্তয়েভস্কি, লিও তলস্তয়ের মতো জগত সেরা ঔপন্যাসিকগণ লিখে গেছেন তাদের অমর কীর্তি। কত মানুষ রুশ ভাষা শিখতে চায় শুধু তাদের লেখার স্বাদ পেতেই!
ইউরো-এশিয় দেশগুলোতে রুশ ভাষা অত্যন্ত প্রভাবশালী। রাশিয়ার ৩৮টি অঞ্চলে সরকারি ভাষার মর্যাদা পেয়েছে এটি। রুশ প্রায় ১৫০ মিলিয়ন মানুষের সহজাত ভাষা এবং ১১০ মিলিয়ন মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এটি ব্যবহার করে।
ইং-রুশ অনুবাদক হান্না স্লেস বলেছেন, অনলাইন বাজার ও বিজ্ঞাপনের দিক থেকে ইন্টারনেটে রুশ ভাষার বিশালসংখ্যক শ্রোতা রয়েছে।
ফ্রেঞ্চ
কয়েক শতাব্দী ধরে প্রধান কূটনৈতিক ভাষা হিসেবে ফ্রেঞ্চ ব্যবহৃত হয়ে আসছে। যেহেতু ফ্রান্স বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ষষ্ঠ এবং প্যারিসকে এখনো সংস্কৃতির কেন্দ্রবিন্দু ধরা হয়, তাই এ ভাষার গুরুত্বের সঙ্গে মিশে রয়েছে আবেগ ও ভালোবাসা।
আরবি
এটি আরব লীগের সরকারি ভাষা, যেখানে সদস্য দেশ ২২টি। নিজস্ব অঞ্চলের ২০৫ মিলিয়ন ছাড়াও ১০০ মিলিয়ন ভাষাভাষী রয়েছে পৃথিবীজুড়ে।
এছাড়া মুসলিমদের ধর্মীয় ভাষা হওয়ায় এর গুরুত্ব মুসলিম দেশগুলোতে অপরিসীম।
হিন্দি
ভারতের প্রধান এবং প্রতিবেশী দেশগুলোর প্রচলিত ভাষা হিন্দি। এটি পৃথিবীর চতুর্থ সর্বাধিক কথ্য ভাষা।
ধারণা করা হয়, ২০৫০ সাল নাগাদ ভারত তার অর্থনৈতিক অবস্থান সপ্তম থেকে দ্বিতীয়তে নিয়ে আসবে। তখন ভাষাটির অর্থনৈতিক গুরুত্বও অনেক বেড়ে যাবে।
পর্তুগিজ
পৃথিবী শাসনের ইতিহাসের দিকে তাকালে এ ভাষার গুরুত্ব জানা যায়। ২১৫ মিলিয়নের 'নেটিভ' ভাষাসহ প্রায় ২৩৫ মিলিয়ন মানুষ এ ভাষায় কথা বলেন। পর্তুগাল, ব্রাজিলসহ আরও সাতটি দেশের মৌলিক ভাষা এবং দক্ষিণ গোলার্ধের প্রধান ভাষা এটি।
শেখার আগে...
ভাষা শিখতে হলে আগে ঠিক করতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা কী, নিজেকে কোথায় দেখতে চাই সামনের বছরগুলোতে। এসাইরাইটিংয়ের ভাষা বিশেষজ্ঞদের মতে, ভাষা শেখার বিষয়টি নির্ভর করে নিজস্ব পছন্দ এবং ভাষাটির ব্যবহারিক দিকের ওপর। ভাষাভাষী এবং বর্তমান আধুনিক বিশ্বের প্রভাবশালী হিসেবে ওপরের ভাষাগুলোর গুরুত্ব লেখা হয়েছে। তবে ভাষা শিখতে হলে পছন্দ ও গ্রহণযোগ্যতা- দুটোই বিবেচনায় রাখতে হবে।
- সূত্র: ডে ট্রান্সলেশনস ডট কম