ফ্যাশনে ফিরছে ঢোলা জিন্স
গত এক মাস ধরেই আইকনিক ফ্যাশন ডিজাইনার রালফ লরেনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ছবিতে দেখা যায়, ২০০৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত নারীদের এক ফ্যাশন শো শেষে দর্শকদের শুভেচ্ছা গ্রহণ করছেন আমেরিকান এই ফ্যাশন আইকন।
রালফের পোশাকটি ছিল খুবই সাধারণ ও ক্যাজুয়াল। তবে যে জিনিস সবার নজর কাড়ে, তা হলো, রালফের পরনের জিন্স প্যান্ট। হালকা রঙচটা, ব্যারেল কাটের ঢিলাঢালা জিন্সটি দেখলে ১৯২০-এর দশকের স্বর্ণ অনুসন্ধানকারী কিংবা '৮০-এর দশকের বি-বয়েজদের কথা মনে পড়বে। তবে জিন্সটি '৯০-এর দশকের জিএনসিও'র জিন্সগুলোর মতো অতটাও প্রশস্ত নয়।
অবশ্য, এত কথার উদ্দেশ্য একটাই: ছবিটি তোলার ১৫ বছর পর ঢিলা প্যান্টগুলো আবারও ট্রেন্ড হিসেবে জায়গা নিতে ফিরে আসছে।
বালেন্সিয়াগা এবং বোটেগা ভেনেটার মতো বিলাসবহুল ব্র্যান্ডগুলো এখন এই ঢোলা প্যান্টগুলো যথাক্রমে ৫৯৫ মার্কিন ডলার ও ৯৮০ মার্কিন ডলারে বিক্রি করছে। তবে যেসব ডেনিমপ্রেমী একটু কম দামের মধ্যে এই প্যান্টগুলো খুঁজছেন, তাদের জন্য অনলাইনে ২০ ডলারেই মিলছে। লেভি'জের অনলাইন দোকানে এখন ৯ ধরনের ঢিলা প্যান্ট মিলছে।
নতুন এই ঢোলা ডেনিমগুলো গত বছরই বাজারে এসেছে বলে জানান লেভিজের ছেলেদের পোশাকের প্রধান ডিজাইনার জেনিন ফস্ট। তিনি জানান, 'স্কেট বালক'দের থেকে অনুপ্রাণিত হয়েই ঢোলা এই প্যান্টগুলো ফিরে এসেছে। নতুন প্রজন্মের এই শিশু-কিশোররা নিজের সাইজের তুলনায় বৃহৎ সাইজের প্যান্ট কেনার দিকে ঝুঁকছে।
ফস্ট আরও জানান, বয়স্ক কাস্টমাররাও এখন অতীতের ফ্যাশনের কাছেই ফিরে আসছেন।
তবে ঢোলা প্যান্টের এই ফিরে আসা দীর্ঘ সময় ধরে ট্রেন্ডের শীর্ষে থাকা স্কিনি জিন্সের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত দুই দশক ধরে ডেনিম বাজারের শীর্ষে অবস্থান করছে স্কিনি জিন্স।
ট্রেন্ড আন্দাজকারী প্রতিষ্ঠান ডব্লুউজিএসএনের ছেলেদের পোশাক বিষয়ক ডিজাইনার নোয়াহ জ্যাগর জানান, পপুলার কালচারের জন্যই ঢিলা প্যান্টগুলো আবারও জনপ্রিয়তার শীর্ষে আসতে শুরু করেছে। এ শতাব্দীর শুরুতে স্ট্রোকসের মতো ইন্ডি-রক ঘরানার সংগীত ব্র্যান্ডগুলো যেমন স্কিনি জিন্সের ট্রেন্ড নিয়ে এসেছিল, তেমনি বর্তমানে বিলি আইলিশ এবং ডেঞ্জারাস বানির মতো সংগীত শিল্পীরাও ঢিলাঢালা পোশাকের ট্রেন্ড নিয়ে আসছেন।
'আমরা তাদের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজি,' বলেন নোয়াহ। তিনি জানান, জনপ্রিয় তারকাদের থেকেই ফ্যাশন প্যাটার্নগুলো সাধারণ মানুষের কাছে এসে পৌঁছে।
- সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল