লকডাউনে ঘোড়ায় চড়ে ঘুরছেন ব্রিটেনের রানি এলিজাবেথ
যুক্তরাজ্যে কোভিড-১৯ এর কারণে লকডাউন শুরু হওয়ার পর প্রথমবারের মতো বাইরে বের হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা গেছে, লন্ডনের পশ্চিমে উইন্ডসর প্রাসাদের পাশে তিনি ঘোড়ায় চড়ে ঘুরছেন।
রোববার প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, রানি তার ১৪ বছর বয়সী বালমোরাল ফার্ন নামের টাট্টু ঘোড়াটির পিঠে চড়ে ঘুরছেন। বাকিংহাম প্যালেস এর বরাত দিয়ে এমন সংবাদই জানালো সিএনএন।
এর আগে গত সপ্তাহের শেষে প্রাসাদের পাশের পার্কে সবুজ রঙের জ্যাকেট ও রঙিন স্কার্ফ পরে ঘুরতে দেখা যায় ৯৪ বছর বয়সী রানিকে।
ঘোড়দৌড়ের প্রতি রানির আগ্রহ সর্বজনবিদিত। প্রায়ই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুরতে দেখা যায় তাকে। গত কয়েক দশক ধরেই তার ঘোড়ার পিঠে চড়ার ছবি বিভিন্ন সময় গণমাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে।
গত এপ্রিলে ৯৪ বছর পূর্ণ হলো রানি দ্বিতীয় এলিজাবেথের। জন্মদিন উদযাপনের জন্য ঐতিহ্যবাহী রাজকীয় তোপধ্বনির আয়োজন করা হলেও, মহামারীর কারণে তা বাতিল করা হয়। সর্বশেষ গত ৬৮ বছরের মধ্যে প্রথমবারের মতো এই আয়োজন বাতিল করা হলো।
গত মাসে নাৎসী বাহিনীর বিরুদ্ধে ইউরোপের বিজয় দিবস 'ভিই ডে'র ৭৫তম বার্ষিকীতে রানি দ্বিতীয় এলিজাবেথ উইন্ডসর প্রাসাদ থেকে টেলিভিশনে একটি বিরল ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের সঙ্গে এ মহামারীতে ব্রিটিশ জনগণের সংগ্রামের তুলনা করেন।
এরও আগে এপ্রিলে আরেকটি ভাষণে তিনি মহামারী মোকাবেলায় ঐক্যের আহ্বান জানান।