মাছ নয়, যেন লোমশ দৈত্য!
সমুদ্রতলে প্রবালগুচ্ছের ওপর আপনমনে খেলা করছিল একটা মাছ। আচমকাই প্রবালের ভেতর থেকে লোমে ভরা এক অদ্ভুত প্রাণী ভেসে ওঠল! আর মাছটাকে মুহূর্তে ফেলল গিলে, যেন কোনো মজার খাবার পেয়েছে সে!
এই অদ্ভুত প্রাণী পৌরাণিক কোনো সামুদ্রিক দৈত্য নয়; বরং একটি হেয়ারি বা লোমশ ফ্রগফিশ। কোনো ঘোষণা ছাড়াই ছোট মাছের ওপর এমন হুটহাট আক্রমণ করে এ মাছ।
পরিচয় সন্ধান
ফ্রগফিশ হলো কাঁটায় ঢাকা এক বিশেষ প্রজাতির লোমশ মাছ। এইসব কাঁটায় ছড়িয়ে থাকে লোম; আর তাতে প্রবাল ও সামুদ্রিক শৈবালের ভিড়ে নিজেদের খুব দারুণভাবে লুকিয়ে রাখতে পারে ওরা।
পৃথিবীর নানা প্রান্তের সমুদ্রে, উষ্ণ পানিতেই মূলত পাওয়া যায় ওদের। পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওরা নিজেদের রঙ পাল্টাতেও বেশ ওস্তাদ!
নিজেদের লুকিয়ে ফেলার কৌশল জানায় খুব সহজে শিকার করার পাশাপাশি সমুদ্রের অন্যান্য শিকারি প্রাণী থেকে নিজেদের বাঁচাতেও পারদর্শী ওরা। একেকটি ফ্রগফিশ আকারে গড়ে ৪ ইঞ্চির মতো লম্বা হলেও একদমই সাঁতার জানে না! বরং সমুদ্রতলে কোনো খাবারের সন্ধান পেলে বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে এগোয়।
খাবারের সন্ধান
ক্ষুধা পেলে লোমশ ফ্রগফিশ খুব একটা বাছবিচার করে না। লোমে ঢাকা খোলস ছেড়ে বেরিয়ে আসে, আর গিলে নেয় সামনে পড়া ছোট মাছ। কখনো কখনো ওরা নিজেরাও যে শিকারে পরিণত হয় না, তা নয়।
ওদের পিঠে একটি বিশেষ ও লম্বা কাঁটা রয়েছে, এর ফলে লোমশ ফ্রগফিশগুলোকে দেখতে অনেকটা কীটের মতো লাগে। এই বিশেষ কাঁটা ব্যবহার করে পানিতে ঢেউ তুলে ওরা যথেষ্ট দূর থেকেও খাবারকে নিজের মুখের কাছে নিয়ে আসতে পারে। ভাবা যায়!
নামে গোলমাল
নাম হেয়ারি ফ্রগফিশ হলেও ওরা কিন্তু ফ্রগ বা ব্যাঙ নয়; নয় অতটা হেয়ারি বা লোমশও! বরং বেশ উদ্ভট ধরনের মাছ।
- সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক