চালকের আসনে মাছ! গোল্ডফিশকে গাড়ি চালাতে শেখালেন ইসরায়েলি বিজ্ঞানীরা
ইসরায়েলি গবেষকরা গোল্ডফিশকে গাড়ি চালানো শিখিয়েছেন। এমনটিই দাবি করা হয়েছে এক গবেষণায়। এটি প্রাণীদের, এমনকি জলে বসবাসকারী মাছের নেভিগেশন বা ঠিক পথে চলাচলের দক্ষতা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে গবেষকদের।
বিহেভিওরাল ব্রেইন রিসার্চ নামে একটি জার্নালে প্রকাশিত ওই গবেষণা অনুসারে, ইসরাইলের বেন-গুরিওন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক মাছের জন্য চাকাযুক্ত একটি যান উদ্ভাবন করেছেন, যা 'ফিশ অপারেটেড ভিকেল' বা এফওভি নামে পরিচিত লাভ করেছে। পানি ভর্তি একটি ট্যাংকের ভিতরে মাছের গতিবিধির ওপর ভিত্তি করে এফওভি যন্ত্রটি নিজের গতিপথ পরিবর্তন করতে পারে জানিয়েছেন বিজ্ঞানীরা।
রোবোটিক ওই গাড়িটিতে লাগানো হয়েছে লিডার। এটি একটি রিমোট সেন্সিং প্রযুক্তি, যা লেজার লাইট ব্যবহার করে গাড়ির স্থলের অবস্থান ও একই সঙ্গে পানির ট্যাংকির ভিতরে মাছের অবস্থান চিহ্নিত করতে পারে। কম্পিউটার, ক্যামেরা, ইলেক্ট্রিক মোটর ও বিশেষ ধরনের চাকার সাহায্যে গোল্ডফিশ পানির ট্যাংকের ভিতরে থেকেই ওই যানের নিয়ন্ত্রণ নিতে পারে।
বেন-গুরিয়ন ইউনিভার্সিটির গবেষকরা পর্যবেক্ষণ করেছেন, মাছগুলো এফওভিকে অপরিচিত কোনো পরিবেশেও চালাতে পারে।
গবেষকরা গোল্ডফিশগুলোর মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রতিটি মাছকে একটি নির্দিষ্ট দিকে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সফলভাবে লক্ষ্যে পৌঁছানোর পর পুরস্কার হিসেবে তাদেরকে খাবার দিয়েছিলেন তারা।
তারা জানিয়েছেন, মাত্র কয়েকদিনের প্রশিক্ষণের পরেই গোল্ডফিশগুলো গাড়ি চালাতে শিখে গেছে। এমনকি তাদের টার্গেটের সামনে বাধা দিয়ে রাখলেও তারা তা অতিক্রম করে ঠিক পথে নেভিগেট করতে পেরেছে।
গবেষণাপত্রের লেখকদের একজন শাচার গিভন এক বিবৃতিতে বলেন, "নেভিগেশনের ক্ষমতা যে কোনো পরিবেশের জন্য নির্দিষ্ট নয় বরং সর্বজনীন, এই গবেষণাটি তারই ইঙ্গিত দিচ্ছে।"
"একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশের প্রাণী হয়েও গোল্ডফিশের গাড়ি চানালোর মত জটিল একটি কাজ শেখার সক্ষমতা আছে তা সত্যিই আশ্চর্যজনক," যোগ করেন তিনি।
তবে, ইসরায়েলি এফওভি বিশ্বের প্রথম মাছ-চালিত গাড়ি নয়। ২০১৪ সালে নেদারল্যান্ডের একটি ডিজাইন ল্যাব অনেকটা এ রকই মাছ-চালিত গাড়ি উদ্ভাবন করেছিল। ওই গাড়ির মধ্যে বসানো পানি ভরতি ফিশ ট্যাংকের সঙ্গে ছিল একটি ওয়েবক্যাম। মাছের গতিবিধিকে দিক নির্দেশনা হিসেবে সিগনাল পাঠাতে পারত ওই ক্যামেরাটি। ট্যাংকের ভিতরে মাছের একপাশ থেকে অন্যপাশে সাঁতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ওই প্রোটোটাইপ যানটি গন্তব্যে পৌঁছায় তার ভিডিও প্রকাশ করা হয়েছিল।
এছাড়া, বিভিন্ন সময়ে ইঁদুর ও কুকুর সহ অন্যান্য প্রাণীদেরও ড্রাইভিং পরীক্ষা নেওয়া হয়েছে।
- সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট