যে 'মাস্টারপিস' রোলস রয়েসের গায়ের চিত্রকর্ম সম্পূর্ণ করতেই লেগেছে দুই বছর
বিশ্বের দামি ও বিলাসবহুল গাড়ি কোম্পানিগুলোর মধ্যে পরিচিত নাম রোলস রয়েস। বিশ শতকের প্রথম দিকে যাত্রা শুরু করা ব্রিটিশ এই কোম্পানি তার গাড়ির বৈশিষ্ট্য ও বিলাসবহুল ফিচারেরর জন্য সারা বিশ্বে বিখ্যাত। সম্প্রতি কোম্পানিটির নতুন সংযোজন 'রোলস-রয়েস ফ্যান্টম অর্কিড' নামের একটি কাস্টোমাইজড গাড়ি, যেটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সিঙ্গাপুরের জন্য।
গাড়িটির ভিতরে ও বাইরে রয়েছে অর্কিড-থিমের মনোরম হস্তশিল্পকর্ম। আর এ কারণেই এটি বিশ্বব্যাপী গাড়িপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে।
গাড়ির ওপরে সিল্ক মুদ্রিত অর্কিড ফুলগুলো বসানোর পিছনের শিল্পীরা হলেন, হেলেন অ্যামি মারি এবং ইয়োহান বেনচেট্রিট। সিঙ্গাপুরের জাতীয় ফুল অর্কিডের তিনটি দিক স্থিতিস্থাপকতা, শক্তি ও সৌন্দর্যের প্রতীক তাদের এই কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। তাই তারা এই ফুলটিকেই শিল্পকর্মের জন্য বেছে নিয়েছেন। কাস্টোমাইজড এই মডেলটি সম্পূর্ণরূপে তৈরি করতে সময় লেগেছে দুই বছর। হেলেন অ্যামি ছয়জনের একটি দল নিয়ে ২০০ ঘণ্টারও বেশি সময় ধরে গাড়িটিকে অলঙ্কৃত করেছেন।
গাড়ির ড্যাশবোর্ড বা 'গ্যালারি'-তে বসানো হয়েছে অর্কিড। আর সেগুলোর সুরক্ষায় এর ওপরে কাঁচ বসানো হয়েছে। কাঁচের নীচে ফুল তৈরি করতে হেলেন একটি ডিজিটাল যন্ত্র ব্যবহার করেছেন। তবে যন্ত্রের সাহায্য ফুল তৈরির আগে তিনি নকশাগুলোকে হাতে এঁকে নিয়েছিলেন। এরপর ফুলগুলোকে যন্ত্রের মাধ্যমে গাড়ির ওপরে বসানো হয়েছে।
তিনি জানিয়েছেন, ফুলগুলোকে থ্রি-ডি প্রভাব দিতে এর লেয়ারগুলো তৈরি করার সময় যন্ত্র ছাড়াই সরাসরি হাতের ব্যবহার করতে হয়েছিল।
পুরো গাড়িজুড়েই রয়েছে মনোরম অর্কিডের ছড়াছড়ি।
এক বিবৃতিতে হেলেন বলেন, "আমি আসল অর্কিডগুলোতে ফোকাস করেই কাজ শুরু করেছি। কারণ এর আগেও আমি অর্কিড থিমের শিল্পকর্ম তৈরি করেছি। তবে গ্যালারির জন্য আমার ইচ্ছা ছিল বাস্তবসম্মত কিছু তৈরি করা। তাই ফুলের রঙের ওপরে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। এটি আমাদের ডিজিটাল প্রিন্টিং দক্ষতাকে আরও পরিমার্জিত করতে সাহায্য করেছে।"
মূল রঙ হিসেবে আর্কটিক হোয়াইট বা সাদা রঙ নির্বাচন করা হয়েছিল; এর সঙ্গে মেশানো হয়েছিল বেগুনি রঙ। তারপর মিশ্রণটির সঙ্গে সূক্ষ্ম কাঁচের কণা মিশিয়ে ফুলগুলো তৈরি করা হয়েছে। সূক্ষ্ম কাঁচের কণার কারণে অল্প আলোতেও ফুলগুলো ঝলমলে প্রভাব দেয়; আর উজ্জ্বল আলোতে হয়ে ওঠে আরও স্পষ্ট।
সত্যিকার অর্থেই ফ্যান্টম অর্কিড মডেলটির মাধ্যমে রোলস রয়েস এক অনন্য শিল্পকর্ম নিয়ে এসেছে অটোমোবাইল জগতে।
- সূত্র: রব রিপোর্ট