এক মিনিটে পড়ুন: 'ট্রুথ সিরাম' কি আসলেই কাজ করে?
ট্রুথ সিরাম। সহজ ভাষায়, সত্য বলানোর ওষুধ।
কিন্তু এখন পর্যন্ত ট্রুথ সিরাম হিসেবে যতগুলো ওষুধ ব্যবহৃত হয়েছে, কোনোটি দিয়েই ভুক্তভোগীকে নিশ্চিতভাবে সত্য কথা বলানো যায়নি।
এমন ওষুধের উদাহরণ হিসেবে বলা যায় সোডিয়াম থায়োপেন্টালের মতো বারবিচুরেটের (স্নায়ুতন্ত্রকে অবদমিত করার ওষুধ) কথা। এগুলো মূলত অ্যানাস্থেটিক বা সিডেটিভ হিসেবে ব্যবহৃত হয়।
চিকিৎসকরা পর্যবেক্ষণের মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছেন যে, এসব ওষুধ রোগীদের উপর মানসিক বাধার মাত্রা কমিয়ে দেয়, তাই তারা আরও স্বাধীনভাবে কথা বলতে পারে।
একটি থিওরি হলো, ব্রেইন ফাংশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এসব ওষুধ মানুষের মনোসংযোগ ধরে রাখাকে কঠিন করে দেয়, ফলে তারা বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা কথা বলতে পারে না।
তবে এজন্যই যে ট্রুথ সিরাম কাউকে দিয়ে শুধু সত্য কথাই বলাবে, তেমনটা নয়। বরং এর ফলে একজন ব্যক্তির অবস্থা এমনও হয়ে যেতে পারে যে, সে শুধু সেসব কথাই বলছে যা তার জেরাকারী তার মুখ দিয়ে শুনতে চাইছে।
ফলে ট্রুথ সিরামকে শতভাগ নিশ্চিতভাবে কার্যকর বলার কোনো উপায় নেই।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস