ফিফা বিশ্বকাপের যে ১০ আসরে সবচেয়ে বেশি দর্শক ছিল!
পৃথিবীতে যত রকমের খেলা রয়েছে, তার মধ্যে ফিফা বিশ্বকাপের উন্মাদনা নিঃসন্দেহে অনেক বেশি, তেমনই দর্শক সংখ্যার দিক থেকেও ফুটবল বিশ্বকাপ অন্যতম। পৃথিবীর হেন কোনো জায়গা নেই, যেখান থেকে সমর্থকেরা এসে স্টেডিয়ামে পৌঁছাননা! প্রিয় দলের খেলা দেখতে ও চিয়ার-আপ করে উৎসাহ দিতে ভক্তদের বিকল্প আর কিইবা হতে পারে!
ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরেই টিকিটের জন্য দেখা যায় ছোটাছুটি। যত দিন যাচ্ছে, সামনে এগিয়ে আসছে কাঙ্ক্ষিত সেই সময়... কাতার বিশ্বকাপ ২০২২! ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই আসরের জন্য প্রথম ধাপে ইতোমধ্যেই ৮০০০০০ টিকিট বিক্রি করেছে ফিফা।
১৯৯৪ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ ছিল যুক্তরাষ্ট্র এবং সেবছর তারা রেকর্ড ৩.৫ মিলিয়ন টিকিট বিক্রি করেছিল! একই বছরের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিতির ম্যাচগুলোর মধ্যে এই ফাইনাল ম্যাচটি অন্যতম।
এদিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি স্টেডিয়াম হলো মারাকানা ও ব্রাজিলিয়া। প্রতিটি স্টেডিয়ামেই ৭টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যথাক্রমে ৭৪,৭৩৮ ও ৬৯,৪৩২ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই দুই স্টেডিয়াম বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৫টি শহরের ৮টি ভেন্যুতে। আর এই বিশ্বকাপে ব্যবহৃত সবচেয়ে বড় দুটি স্টেডিয়াম যথাক্রমে ৮০,০০০ ও ৬০,০০০ দর্শক ধারণ করতে পারবে।
আসন্ন বিশ্বকাপের উত্তেজনাকে আরো চাঙা করতে পাঠকের জন্য থাকছে ফিফা বিশ্বকাপের ইতিহাসে দর্শক উপস্থিতির দিক থেকে শীর্ষ ১০টি আসরের কথা ।
১০. ১৯৮২ স্পেন বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ১,৮৫৬,২৭৭
৯. ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ২,৪০৭,৪৩১
৮. ১৯৯০ ইতালি বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ২,৫২৭,৩৪৮
৭. জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ২,৭২৪,৬০৪
৬. ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ২,৮৫৯,২৩৪
৫. ২০১৮ রাশিয়া বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ৩,০৩১,৭৬৮
৪. ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ৩,১৬৭,৯৮৪
৩. ২০০৬ জার্মানি বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ৩,৩৬৭,০০০
২. ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ৩,৪৪১,৫৫০
১. ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ
দর্শক সংখ্যা- ৩,৫৬৮,৫৬৭