অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ আরও ৮ দিন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/04/14/biman.jpg)
করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণের কারণে চলমান লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়ানোর পর আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী আটদিনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।
তবে এই সময়ে এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরের প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠাতে বিশেষ ফ্লাইট চলবে। এ ছাড়াও এ সময়ে কার্গো বিমান, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।
মহামারির কারণে গত বছর প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বিমান চলাচলের সিদ্ধান্ত নেয় বেবিচক।
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সরকারের চলাচলে বিধিনিষেধ অনুযায়ী ৫ এপ্রিল থেকে দেশে অভ্যন্তরীণ সব পথে ফ্লাইট চলাচল বন্ধ আছে। এরপর ১৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বাংলাদেশে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে; মহামারি শুরুর পর থেকে যা একদিনে সর্বোচ্চ। এর আগে গত তিন দিনই দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত এক বছরেরও বেশি সময়জুড়ে প্রাণঘাতি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই ১০ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত দেশে ১০ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ৪ হাজার ২৭১ জনের দেহে। মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ২৩ হাজার ২২১ এ। সংক্রমণের সেকেন্ড ওয়েভে গত কয়েক দিন ধরেই ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। তবে লকডাউনের কারণে পরীক্ষা কমে যাওয়ার সঙ্গে কমেছে শনাক্তের সংখ্যাও।