আইএলও সভায় যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর ৩৩৭ তম গভর্নিং বডির সভায় যোগদানের জন্য আজ শুক্রবার (১ নভেম্বর) জেনেভা যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
গভার্নিং বডির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শ্রম প্রতিমন্ত্রী আগামী ৫ নভেম্বর আইএলও এর বিশ্বব্যাপী শোভন কর্ম-পরিবেশ কর্মসূচি বাস্তবায়নের মধ্যমেয়াদী প্রতিবেদন উপস্থাপন সেশনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
১৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী। গভর্নিং বডির সভায় সুইজ্যারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় স্থায়ী মিশনের প্রতিনিধি এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমসহ পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।
২৮ অক্টোবর শুরু হওয়া গভর্নিং বডির এ সভা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এবং ৮ নভেম্বর প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।