আফ্রিকার সাত দেশ থেকে ফিরলেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
করোনাভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে আফ্রিকা মহাদেশের সাত দেশ থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে।
দেশগুলো হলো বতসোয়ানা, এসওয়াতিনি, ঘানা, লেসোথো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
দেশগুলো থেকে আসা যাত্রীদের তাদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিন করতে হবে এবং হোটেলে থাকা অবস্থায়ই ৭ম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। এ সময়ে কারো ফলাফল পজিটিভ এলে সংক্রমণ এড়াতে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।
এর পাশাপাশি এয়ারলাইনসগুলোকে যাত্রীদের পাসপোর্টের বিশদ বিবরণ এবং বাংলাদেশে যোগাযোগের ঠিকানা ও নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।