আমবাহী ট্রাক চালকদের করোনা পরীক্ষা হবে আরিচা ফেরিঘাটে
করোনা সংক্রমণ রোধে এবার আমবাহী ট্রাকচালক ও শ্রমিকদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা শুরু করতে যাচ্ছে মানিকগঞ্জের প্রশাসন। আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ফেরিঘাট এলাকায় এজন্য কাজ করবে অস্থায়ী একটি মেডিকেল টিম।
রোববার দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ রোধ করতে বিকেলে ৪টা থেকে আরিচা ফেরিঘাট এলাকায় আমবাহী ট্রাক চালক ও শ্রমিকদেরকে করোনা পরীক্ষা করা হবে।
আম উৎপাদনকারী জেলাগুলো থেকে আম বোঝাই বেশ কিছু ট্রাক প্রতিদিনই আরিচা-কাজিরহাট নৌরুট পারাপার হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলাচল করছে। এতে করে ওইসব আমবাহী ট্রাকচালক ও শ্রমিক করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
করোনা সংক্রমণ রোধে এসব ট্রাকচালক ও শ্রমিকের নমুনা পরীক্ষার রেজাল্ট দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে। যেহেতু আম বোঝাই ট্রাকচালক ও শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে, সেহেতু কাজটি খুব দ্রুত সময়ে সম্পন্ন করার বিষয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি থাকবে।
তবে জনবল সংকটের কারণে এখনই করোনা পরীক্ষা শুরু হচ্ছে না মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরেক গুরুত্বপূর্ণ ঘাট পাটুরিয়ায়। চাহিদা মোতাবেক জনবল পেলে খুব অল্প সময়ের মধ্যে পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাকচালক ও শ্রমিকদের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান ইউএনও জেসমিন সুলতানা।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে ট্রাক চালকদের চলাফেরা খুব কম। তবে আরিচা-কাজিরহাট নৌরুট দিয়ে দিন-রাতভর কিছু কিছু আমবাহী ট্রাক নৌরুট পারাপার হচ্ছে।'
এসব ট্রাক চালকদের করোনা পরীক্ষা শুরু করলে তাদের মাধ্যমে অন্য কেউ আর নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই বলে জানান তিনি।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ জানান, আরিচা ফেরিঘাট এলাকায় করোনা সংক্রমণ রোধে পরীক্ষার বিষয়টি উপজেলা পর্যায় থেকে দেখভাল করা হচ্ছে। করোনা পরীক্ষার পর কেউ পজিটিভ হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা ও জেলা হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।