আশ্রয়কেন্দ্রে দেওয়া হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক
মহামারি করোনাভাইরাসের মধ্যে সুপার সাইক্লোন আম্পানের ফলে মারাত্মক ঝুঁকিতে পড়েছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। বেড়েছে এ ভাইরাসের সংক্রমিত হওয়ার ঝুঁকিও। তাই আশ্রয়কেন্দ্র থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিহত করতে বরগুনার প্রতিটি আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।
এছাড়াও নিরাপদ আশ্রয়ে আসা সাধারণ মানুষের সামাজিক দ্রুত নিশ্চিত করতে প্রায় দ্বিগুণ করা হয়েছে আশ্রয়কেন্দ্র। ইতোমধ্যেই জেলায় ৬১০ দশটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে বরগুনা জেলা প্রশাসন। এছাড়াও আশ্রয়কেন্দ্র প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আশ্রয়কেন্দ্র থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিহত করতে আমরা জেলার প্রতিটি আশ্রয়কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করব। এছাড়াও মাক্স বিতরণের প্রস্তুতিও রয়েছে আমাদের।
তিনি আরো বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দ্রুত নিশ্চিত করতে আমরা কঠোর হবো। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলা করতে গিয়ে যাতে করোনাভাইরাস সর্বত্র ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।