ইআরএফ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন টিবিএসের জেবুন নেসা আলো
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সিনিয়র স্টাফ করেসপনডেন্ট জেবুন নেসা আলো। রেগুলেটরি অ্যান্ড করপোরেট গভারন্যান্স ক্যাটাগরিতে এ পুরস্কার জেতেন তিনি।
১০ আগস্ট প্রকাশিত 'হোয়েন অডিটরস শিল্ড ফ্রড কোম্পানি' শীর্ষক সংবাদের জন্য তিনি এ সম্মানে ভূষিত হলেন।
রোববার প্রিন্ট মিডিয়ার মোট ৯ সাংবাদিককে এই অ্যাওয়ার্ড প্রদান করে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ। অন্য বিজয়ীরা হলেন, ইত্তেফাকের জামাল উদ্দিন, প্রথম আলোর সানাউল্লাহ সাকিব, মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল ও রাজীব আহমেদ, শেয়ার বিজের ইসমাইল আলী, যুগান্তরের হামিদ উজ-জামান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসীম উদ্দীন হারুন এবং দেশ রূপান্তরের আতলাব মাসুদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।