ইউপি নির্বাচনের আগে শ্রীনগরের ওসিকে প্রত্যাহার করল নির্বাচন কমিশন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশ অনুযায়ী আজ বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ।
তিনি বলেন, "ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।"
তবে ওসি হেদায়েতুলের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী অভিযোগ তোলেননি বলেও জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা বশির।
শ্রীনগর থানার আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, "ওসি হেদায়েতুল ইসলাম ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে বিধায় তিনি জেলা সদরে গেছেন। তাকে প্রত্যাহারের পর এখন তার মনমানসিকতা ভালো নেই। তাই তিনি কারও ফোন ধরছেন না।"
এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নির্বাচন কমিশন অফিসের একটি কার্যাদেশ পাওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়। তবে কী কারণে তাকে প্রত্যাহারের এই কার্যাদেশ তা আমার জানা নেই।"