ইসরায়েল ভ্রমণের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/05/26/fm_momen_unb.jpg)
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ থেকে কেউ ইসরায়েল ভ্রমণের চেষ্টা করলে তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইসরায়েলকে এখনও স্বীকৃতি দেয়নি বলে ইসরায়েল ভ্রমণকে বেআইনি হিসেবে উল্লেখ করেন মন্ত্রী।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদানের হাতে ওষুধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী তুলে দেয়ার সময় একথা বলেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকরা বাংলাদেশের ই-পাসপোর্ট হতে 'ইসরায়েল ব্যতীত' শব্দ দু'টি বাদ দেয়া প্রসঙ্গে প্রশ্ন করলে মন্ত্রী এসব বলেন।
ড. মোমেন বলেন, 'আমাদের আইন আছে এবং আইন কঠোরভাবে মেনে চলি। কেউ যদি বাংলাদেশ থেকে ইসরায়েল যেতে চায়, তবে দেশে ইমিগ্রেশন সেই বিষয়গুলো দেখবে এবং বাধা প্রদান করবে। এর আগেও ইমিগ্রেশন এমন ঘটনায় পদক্ষেপ নিয়েছে।'
মন্ত্রী আরও বলেন, "ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ নিজেদের নীতির কোনও পরিবর্তন করেনি। কেউ ইসরায়েল ভ্রমণ করলে, সরকার অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।" পূর্বেও এমন নজির আছে বলে উল্লেখ করেন তিনি।