ই-অরেঞ্জের গ্রাহকদের পণ্যের ডেলিভারি পেতে সাহায্যের আশ্বাস দিয়েছেন মাশরাফি
ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা, ক্ষুব্ধ গ্রাহকদের পণ্যের মুলতুবি (পেন্ডিং) ডেলিভারি পেতে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
সোমবার রাতে ই-অরেঞ্জের প্রায় ২ হাজার উত্তেজিত গ্রাহক বাংলাদেশ জাতীয় ক্রিকেটার দলের সাবেক এই অধিনায়ক ও সংসদ সদস্যের বাড়িতে যান।
তবে মাশরাফি জানান, এই প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং তিনি আর এর সাথে যুক্ত নন।
তিনি বলেন, "আমার এখানে আসা সকলে জানালেন যে, তারা মামলা করতে চায়। আমি বিষয়টি নিয়ে গুলশান থানায় কথা বলেছি। ই-অরেঞ্জের সাথে আমার চুক্তি গত ১ জুলাই শেষ হয়ে গেছে। আমি এখন আর ব্যবস্থাপনা বা মালিকপক্ষের সাথে সংশ্লিষ্ট নই, তবুও, আমি তাদের সাহায্য করবার প্রতিশ্রুতি দিচ্ছি"।
"গ্রাহকরা আমাকে জানায় যে, এর মালিকেরা পালিয়ে গেছে। এটা শুনে আমি তাদের অফিসে গিয়ে সিইওকে খুঁজি। গোয়েন্দা শাখা পুলিশ তাকে ডেকেছে। আমি তাকে বারবার অনুরোধ করেছি যেন ১৯ আগস্ট থেকে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেয়। আমি তো কেবল আমার জায়গা থেকে তাদের অনুরোধ করতে পারি, বাকিটা প্রশাসন আইনি ব্যবস্থা নেবে", বলেন মাশরাফি।
গত ১২ আগস্ট প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত অফিস বন্ধ রাখার ঘোষণা দেয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ অনলাইন শপ।
এর আগের দিনই (১১ আগস্ট) ই-অরেঞ্জের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ জন গ্রাহক বিক্ষোভে অংশ নেন। পরবর্তীতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।