ই-অরেঞ্জের মালিক ও তার স্বামীর জামিন আবেদন নামঞ্জুর
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী ও সিইও মাসুকুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আদালতের সামনে গুলশান পুলিশ তাদের হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহর আদালত এই আদেশ দেন।
১৯ আগস্ট গ্রেপ্তার হওয়া ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানুল্লাহর জামিন আবেদনও খারিজ করেন আদালত।
এর আগে, গত ১৭ আগস্ট সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমান আদালতের সামনে আত্মসমর্পন করেন।
গত ২৩ আগস্ট তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের গ্রাহকদের পক্ষ থেকে মো. তাহেরুল ইসলাম প্রতিষ্ঠানটির মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।
এছাড়া, গ্রাহকদের হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য দেখাতে ই-অরেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।