উন্নত যাত্রীসেবায় ৫৭টি স্টেশন সংস্কার করবে রেলওয়ে
যাত্রী পরিষেবা উন্নত করতে এবং রেল ভ্রমণকে অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পূর্ব ও পশ্চিম, উভয় অঞ্চলে ৫৭টি স্টেশনের সংস্কার কাজ চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
সংস্কার কাজের অংশ হিসেবে স্টেশনগুলোর প্ল্যাটফর্মের উচ্চতা ২.৩ ফুট করে বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে করে যাত্রীরা ঝুঁকি ছাড়াই আরও সহজে ট্রেনে উঠতে পারবেন।
পর্যাপ্ত ওয়েটিং রুমসহ প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং বিনা টিকিটে যাত্রী ভ্রমণ কমাতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ ও জামালপুর রুটে ইতোমধ্যে কয়েকটি প্লাটফর্মের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে; বাকিগুলোও প্রক্রিয়াধীন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ সুবক্তগীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এই অর্থবছরের শেষ নাগাদ প্রকল্পটি শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের।"
"বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কর্মসূচির অংশ হিসাবে যাত্রীদের রেলে স্বাচ্ছন্দ্যময় সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে", যোগ করেন তিনি।
৫৭টি স্টেশনের মধ্যে পূর্বাঞ্চল সংস্কার করবে ২৮টি।
পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, কিছু স্টেশনের প্ল্যাটফর্ম খুব নিচু যার ফলে বয়স্ক যাত্রীদের প্রায়ই ট্রেনে উঠতে অসুবিধা পোহাতে হয়।
প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানো হলে যাত্রীদের আর ট্রেনে উঠার এই সমস্যা থাকবে না।
গত ২১ অক্টোবর, ঢাকা-ময়মনসিংহ এবং জামালপুর রুটে এই ধরনের ছয়টি স্টেশন সংস্কারের পর উদ্বোধন করা হয় এবং এ সপ্তাহের শেষে আরও কয়েকটি স্টেশন চালুর কথা রয়েছে।
সংস্কারের অংশ হিসাবে, স্টেশনের ওয়েটিং রুমগুলোকে পর্যাপ্ত ওয়াশরুম, বসার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা যুক্ত করার মাধ্যমে আধুনিক করে তোলা হবে।
এছাড়াও বিনা টিকিটে যাত্রীদের রেল ভ্রমণ কমাতে সমস্ত স্টেশনে 'অ্যাক্সেস কন্ট্রোল ফেন্স' নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলে প্রায় ৮৫০ কিলোমিটার পুরনো রেলপথ এবং ১০০টি যাত্রীবাহী কোচ সংস্কার করা হবে।
বর্তমানে পূর্বাঞ্চলে ২২৮টি এবং পশ্চিমাঞ্চলে ২৫৫টি স্টেশন রয়েছে।