একইদিনে দুইবার শপথ পড়লেন হাইকোর্টের ১৮ বিচারপতি
একইদিনে দুইবার শপথ পড়তে হলো হাইকোর্টের নতুন নিয়োগপ্রাপ্ত ১৮ বিচারপতিকে। ভার্চুয়াল শপথের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় রাতে সুপ্রিম কোর্টে ডেকে আবারও ১৮ বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শনিবার রাত পৌনে ১০ টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের নতুন করে শপথ পড়ানো হয়। সময় সংবাদের প্রতিবেদনে এই তথ্য জানা গেল।
এর আগে বিকেলে এই ১৮ বিচারপতিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পড়ানো হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন মানার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতিদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হলো।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (সাবেক জেলা জজ) মো. আবু আহমাদ জমাদার, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তাফিজুর রহমান, বিচারপতি কামরুল ইসলাম মোল্লা, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি এস এম আব্দুল মবিন,বিচারপতি খিজির হায়াত লিজু, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম,বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান,বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমদ সোহেল, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলম।
উল্লেখ্য, বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।